শৈলকুপার ভুলুন্দিয়া গ্রামে এক বেওয়ারিশ রাস্তা!

0
326

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহঃপ্রথম দেখায় মনে হবে একটি পুকুর। কিন্তু না। এটা এলজিইডির রাস্তা। প্রায় দেড় যুগ পার করছে রাস্তাটি। ঝিনাইদহের শৈলকুপা উপজেলার সারুটিয়া ইউনিয়নের কীর্ত্তিনগর ভুলুন্দিয়া গ্রামে রাস্তাটির এই বেহাল দশা। এই রাস্তা দিয়ে প্রতিদিন শত শত মানুষ চলাচল করে। শৈলকুপার নাদপাড়া, ভাটবাড়িয়া, ভুলুন্দিয়া, কীর্ত্তিনগর, তেঘড়িয়াসহ বিভিন্ন গ্রামের মানুষ এই সড়ক ব্যবহার করে কাতলাগাড়ী আসেন। কিন্তু বৃষ্টি হলেই রাস্তায় হাটু পানি বেধে যায়। এখন রাস্তার উপর থৈ থৈ পানি। সড়কটি যেন মরনফাঁদ। এলাকাবাসি জানান, বাজারে পন্য সরবরাহ করতে কৃষকরা এই রাস্তাটি ব্যবহার করেন। রাস্তাটি ভেঙ্গে চুরে যাওয়ায় কৃষকদের ভোগান্তির শেষ নেই। পুরো রাস্তা জুড়েই খানাখন্দক। ফলে ৩ কিলোমিটার পথ ঘুরে কাতলাগাড়ী বাজারে হচ্ছে প্রায় ১০/১৫ গ্রামের মানুষকে।