‘ষোড়শ সংশোধনীর মাধ্যমে প্রতিষ্ঠিত হয়েছে বিচার বিভাগের স্বাধীনতা’

0
352

নিজস্ব প্রতিবেদক: বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ বলেছেন, ষোড়শ সংশাধনীর মাধ্যমে দেশে বিচার বিভাগের স্বাধীনতা প্রতিষ্ঠিত হয়েছে। সর্বোচ্চ আদালতের রায় আওয়ামী লীগ মানতে চায় না।

অন্যদিকে তারা জনগণের কাছে যেতে পারে না। এ রায়ের মাধ্যমে দেশের ১৬ কোটি মানুষের মনের মধ্যে যে পুঞ্জিভূত ক্ষোভ, ব্যাথা-বেদনা ও নালিশ আওয়ামী লীগের ৯ বছরের শাসনামলে সৃষ্টি হয়েছে তার বহিঃপ্রকাশ ঘটেছে।
শুক্রবার নোয়াখালীর কোম্পানীগঞ্জের নিজ বাড়িতে কবিরহাট উপজেলা ও সদর পূর্বাঞ্চল, কবিরহাট পৌরসভা ও ইউনিয়নে বিএনপির সদস্য সংগ্রহ অভিযান উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

তিনি আরও বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে। এ দেশের সকল মানুষ ভোট দেওয়ার সমান সুযোগ পাবে।

এর আগে কবিরহাটে অনুমতি না থাকায় কোম্পানীগঞ্জে নিজ বাড়িতে সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচির অনুষ্ঠিত হয়।
মওদুদ আহমেদ বাড়িতে পৌঁছানোর আগে পুলিশের সাথে বসুরহাট বাজারে বিএনপি নেতাকর্মীর ধাওয়া পাল্টা-ধাওয়ার ঘটনা ঘটে। এসময় লাঠিচার্জ ও দুই রাউন্ড ফাঁকা ছুঁড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here