সংবাদ সম্মেলনের বিরুদ্ধে পাইকগাছা প্রেসক্লাবে পাল্টা সাংবাদিক সম্মেলন

0
326

পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছায় এলাকাবাসীর নাম ভাঙ্গিয়ে তথ্য গোপন করে খুলনায় সাংবাদিক সম্মেলন করে জমি ও ডিড মালিকের বিরুদ্ধে কথিত অভিযোগের পরিপ্রেক্ষিতে পাল্টা সংবাদ সম্মেলন হয়েছে প্রতিপক্ষ নবির আলী গংদের বিরুদ্ধে। বুধবার বিকেলে পাইকগাছা প্রেসক্লাবে জমির মালিক গড়ইখালী ইউনিয়নের বাসাখালী গ্রামের লুৎফর সরদার ও জাকির সানা গং প্রতিপক্ষ আশাশুনির খাজনা গ্রামের নবির আলী ও তার ভাইয়ের সন্ত্রাসী জামাতা রুহুল আমিন গংদের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগে সংবাদ সম্মেলনে বিস্তর তথ্য তুলে ধরা হয়েছে। বাসাখালীর মৃত নুবাত সরদারের ছেলে লুৎফর রহমান ও খালেক সানার ছেলে জাকির সানা লিখিত বক্তব্যে বলেন, হোগলারচক মৌজায় ২১১, ১৯৮/১, ৯৩, ১২৭ সহ একাধিক খতিয়ানভূক্ত প্রায় ৩শ বিঘা সম্পত্তির মালিক বিনোদ বিহারী, কার্তিক, কর্ণ হরির ওয়ারেশদের নিকট থেকে ১৯৮৮ সালে বাসাখালীর মালেক সানা গং এ সম্পত্তি ক্রয় করে ভোগ দখল করে আসছে। যা নামপত্তন, কর-খাজনা পরিশোধসহ বর্তমান জরিপে তাদের নামে রেকর্ডও হয়েছে। সংবাদ সম্মেলনে জানানো হয়, লুৎফর রহমান, প্রতিপক্ষ নবির আলীর বিরুদ্ধে পাইকগাছা নির্বাহী কোর্টে এম.আর- ২২৬/১৪ মামলা করলে আদালত নিষেধাজ্ঞা প্রদান করে। এরপর এডিসি মিস- ৪৯/৭৯-৮০ ও কমিশনার কোর্টেও নবির আলী পরাজিত হবার পরেও খুলনা ৪র্থ জজ আদালতে দেওয়ানী ৭৯/৯৮ নং মামলা করে, যা চলমান রয়েছে। অভিযোগ উঠেছে, মামলাবাজ নবির আলী ও ভাই জামাতা, সন্ত্রাসী রুহুল আমিন যার কোন স্বত্ব নেই, তার সহযোগী আরশাদ ঢালী, সঞ্জয় কাঠা একাধিকবার বহিরাগতদের সংগঠিত করে এ সম্পত্তি দখল চেষ্টা করে ব্যর্থ হলে গত ৬ আগস্ট কথিত জমি দখল চেষ্টা ও হামলার কল্পিত অভিযোগ তুলে থানায় মামলা করতে সফল না হওয়ায় সোমবারে খুলনায় সংবাদ সম্মেলনে দখলে থাকা ঘের মালিক ও জমির মালিক মিজান জোয়াদ্দার ও বাবুল হোসেন বাবু গাইনের নামে কল্প কাহিনী সাজিয়ে মিথ্যা, মনগড়া ও ভিত্তিহীন বর্ণনা দিয়ে পত্রিকায় প্রকাশ করেছেন। যা অনভিপ্রেৎ। জমির মালিকরা সংবাদ সম্মেলনে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে সাংবাদিকদের প্রকৃত তথ্য তুলে ধরে প্রতিবেদন প্রকাশের আহবান জানান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here