সংবাদ সম্মেলনের বিরুদ্ধে পাইকগাছা প্রেসক্লাবে পাল্টা সাংবাদিক সম্মেলন

0
421

নিজস্ব প্রতিবেদক, পাইকগাছা: পাইকগাছায় এলাকাবাসীর নাম ভাঙ্গিয়ে তথ্য গোপন করে খুলনায় সাংবাদিক সম্মেলন করে জমি ও ডিড মালিকের বিরুদ্ধে কথিত অভিযোগের পরিপ্রেক্ষিতে পাইকগাছা প্রেসক্লাবে পাল্টা সংবাদ সম্মেলন করেছেন জাকির সানা। বুধবার বিকেলে পাইকগাছা প্রেসক্লাবে জমির মালিক গড়ইখালী ইউনিয়নের বাসাখালী গ্রামের লুৎফর সরদার ও জাকির সানা গং আশাশুনির খাজরা গ্রামের নবির আলী ও তার ভাইয়ের সন্ত্রাসী জামাতা রুহুল আমিনদের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগে সংবাদ সম্মেলনে বিস্তর তথ্য তুলে ধরেছেন। লিখিত বক্তব্যে তিনি আরো বলেন, হোগলারচক মৌজায় ২১১, ১৯৮/১, ৯৩, ১২৭ সহ একাধিক খতিয়ানভূক্ত প্রায় ৩শ বিঘা সম্পত্তির মালিক বিনোদ বিহারী, কার্তিক, কর্ণ হরির ওয়ারেশদের নিকট থেকে ১৯৮৮ সালে বাসাখালীর মালেক সানা গং এ সম্পত্তি ক্রয় করে ভোগ দখল করে আসছে। যা নামপত্তন, কর-খাজনা পরিশোধসহ বর্তমান জরিপে তাদের নামে রেকর্ডও হয়েছে। এছাড়া বিভিন্ন মামলায় তাদের পক্ষে রায় রয়েছে। অভিযোগ করেছেন, মামলাবাজ নবির আলী, ভাইয়ের জামাতা সন্ত্রাসী রুহুল আমিন যার কোন স্বত্ব নেই, তার সহযোগী আরশাদ ঢালী, সঞ্জয় কাঠা একাধিকবার বহিরাগতদের সংগঠিত করে এ সম্পত্তি দখল চেষ্টা করে ব্যর্থ হয়ে গত ৬ আগস্ট উক্ত জমি দখলের চেষ্টা ও হামলার কল্পিত অভিযোগ তুলে থানায় মামলা করতে না পেরে সোমবারে খুলনায় সংবাদ সম্মেলনে জমির মালিক মিজান জোয়াদ্দার ও বাবুল হোসেন বাবু গাইনের নামে কল্প কাহিনী সাজিয়ে মিথ্যা, মনগড়া ও ভিত্তিহীন বর্ণনা দিয়েছেন। অদ্য উক্ত সাংবাদিক সম্মেলনের প্রতিবাদে সংবাদ সম্মেলনে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here