সংরক্ষিত মহিলা আসনে আওয়ামীলীগের মনোনয়ন পেতে যশোরে ১০ সম্ভাব্য প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ

0
434

নিজস্ব প্রতিবেদক : জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনে আওয়ামীলীগের মনোনয়ন পেতে যশোরের ১০ সম্ভাব্য প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এর মধ্যে আছেন সাবেক আওয়ামীলীগ নেতা এবং মন্ত্রী, প্রতিমন্ত্রীর সহধর্মিনী, বত্তমান ও সাবেক জনপ্রতিনিধি, মহিলা ও যুবমহিলা লীগের নেত্রী, সাবেক ছাত্রলীগের নেত্রী ও অভিনেত্রী। তারা সকলেই বত্তমানে ঢাকায় অবস্থান করছেন। ১৫ ডিসেম্বর থেকে ধানমন্ডিতে দলের কেন্দ্রীয় কার্যালয় থেকে এই মনোনয়ন ফরম বিক্রি শুরু হয়েছে। যার প্রতিটার মূল্য ৩০ হাজার টাকা। বিভিন্ন সুত্র এবং মনোনয়ন প্রত্যাশী অনেকের কাছে কথা বলে জানা গেছে এ তথ্য। শুক্রবার (আজ) মনোনয়ন সংগ্রহ এবং জমাদানের একদিন আগে বৃহস্পতিবারে মধ্যে সকল কাজ সম্পন্ন করেছেন যশোরের সম্ভাব্য প্রার্থীরা। প্রার্থীদের মধ্যে কয়েকজন নাম না প্রকাশ করার শর্তে জানিয়েছেন এমপি মুখ্য উদ্দ্যেশ্য নয় আগামী উপজেলা নির্বাচনে প্রার্থী মনোনয়নই মুললক্ষ্য।
এই জেলার সম্ভাব্য প্রার্থীরা হলেন জেলা মহিলা আওয়ামীলীগের সভানেত্রী ও সাবেক পৌর কাউন্সিলার নূর জাহান ইসলাম নিরা, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান অ্যাড. সেতারা খাতুন, মহিলা আওয়ামীলীগের কেন্দ্রীয় সদস্য ও যশোর জেলা মহিলা সংস্থার চেয়ারম্যান লাইজুজ্জামান, ঝিকরগাছা উপজেলার সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান ও জেলা যুবমহিলা লীগের সভানেত্রী মঞ্জুন্নাহার নাজনীন সোনালী, জেলা আওয়ামীলীগের প্রয়াত সভাপতি আলী রেজা রাজুর সহধর্মিনী ফিরোজা রেজা, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^ বিদ্যালয়ের সাবেক ভিসি আব্দুস সাত্তারের সহধর্মিনী ও স্বেচ্ছাসেবী সংস্থা ড্রাইব ফর ডেভেরপমেন্ট অফ ইনভায়রনমেন্ট এন্ড টেকনোলজির নির্বাহী পরিচালক নাসিমা আক্তার জুঁই, সাবেকমন্ত্রী মোস্তফা ফারুক মোহম্মদের সহধর্মিনী ও স্বেচ্ছাসেবী সংস্থা ’মমতাজ-ফারুক’ ফাউন্ডেশনের চেয়ারম্যান মমাতাজ ফারুক, সাবেক প্রতিমন্ত্রী অধ্যাপক রফিকুল ইসলামের সহধর্মিনী নূরুন্নাহার ও যশোর জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি জো¯œা আক্তার মিলি, ৩০ ডিসেম্বরের জাতীয় নির্বাচনে আওয়ামীলীগের কেন্দ্রীয় প্রচার কমিটির সদস্য চিত্রনায়িকা শাহানুর (কামরুন্নাহার মৌসুমী) মনোনয়ন সংগ্রহ করেছেন বলে জানা গেছে। যশোর শহরের বারান্দিপাড়া এলাকার মেয়ে চিত্রনায়িকা শাহানুর জানান তার জন্ম এবং বেড়ে ওঠা যশোরে আর আদিবাড়ি নড়াইলের তুলরামপুরে। বাপ চাচা ৪ ভাই মুক্তিযোদ্ধা। মঙ্গলবার থেকে এই মনোনয়ন ফরম বিক্রি শুরু হয়। জাতীয় সংসদের ৩৫০ টি আসনের মধ্যে ৫০ টি সংরক্ষিত মহিলাদের জন্যে। আনুপাতিক হারে প্রতিনিধিত্ব পদ্ধতিতে এবার আওয়ামীলীগ পাবে ৪৩ টি, জাতীয় পার্টি ৪ টি, বিএনপি ১ টি, ওয়ার্কর্স পার্টি ১ টি এবং স্বতন্ত্র প্রার্থরা জোটবদ্ধ হয়ে পাবেন ১টি আসন। আগামী ১৭ ফেব্রুয়ারি সংরক্ষিত নারী আসনের তফসিল ঘোষনা করা হবে। উল্লেখ্য ৩০ ডিসেম্বর একাদশতম জাতীয় নির্বাচনে বাংলাদেশ ৩শ টি আসনের মধ্যে আওয়ামীলীগ নেতৃত্বাধীন মহাজোট ২৮৮ আসনে নিরস্কুশ জয় পায়। এর মধ্যে আওয়ামীলীগ একক ভাবে পেয়েছে ২৫৯ টি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here