সবাইকে কাদিয়ে চলে গেলেন সুধীন দাশ!

0
471

জলসা ডেস্ক: উপমহাদেশের বিশিষ্ট সঙ্গীতজ্ঞ ও নজরুল গবেষক সুধীন দাশের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে সর্বস্তরের মানুষ।

আজ বৃহস্পতিবার সকালে কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে তার প্রতি এ শ্রদ্ধা জানানো হয়।

গত মঙ্গলবার রাতে রাজধানীর একটি হাসপাতালে তিনি মারা যান। তার বয়স হয়েছিল ৮৭ বছর।

সুধীন দাশ একাধারে সঙ্গীতশিল্পী, সুরকার, সঙ্গীত পরিচালক এবং গবেষক। তবে সব ছাপিয়ে তার অন্যতম পরিচয় হয়ে দাঁড়ায় বাংলা গানের ধ্রুবতারা জাতীয় কবি কাজী নজরুল ইসলামের গানের স্বরলিপিকার হিসেবে।

সঙ্গীতের বিভিন্ন শাখায় বিচরণ ও অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ তাকে ১৯৮৮ সালে একুশে পদকে ভূষিত করা হয়।

সুধীন দাশের মৃত্যুতে রাষ্ট্রপতি আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু গভীর শোক প্রকাশ করেছেন পৃথক বিবৃতিতে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here