‘সমুদ্র নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিবেশী দেশগুলোর সহযোগিতা প্রয়োজন’

0
338

নিজস্ব প্রতিবেদক : নিরাপদ সমুদ্রাঞ্চল গড়ে তুলতে বাংলাদেশ কোস্ট গার্ড বদ্ধপরিকর জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশের উপকূলীয় ও সমুদ্র নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ কোস্ট গার্ড কাজ করছে। তবে এ ক্ষেত্রে প্রতিবেশী দেশগুলোরও সহযোগিতা প্রয়োজন।

আজ বুধবার সকালে রাজধানীর একটি হোটেলে এশিয়ান কোস্ট গার্ড প্রধানদের নিয়ে একটি উচ্চপর্যায়ের সম্মেলন উদ্বোধনকালে এসব কথা বলেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, উপকূলে এবং সমুদ্রে সংগঠিত অপরাধ হয়ে থাকে। কোনো একটি দেশের পক্ষে সংগঠিত অপরাধ একা নির্মূল করা সম্ভব নয়। এজন্য সবাইকে এক হয়ে কাজ করতে হবে।

তিনি আরও বলেন, আমরা স্বল্পোন্নত দেশ ছিলাম, উন্নয়নশীল দেশে উন্নীত হয়েছি। সমুদ্রের তলদেশের সম্পদ কাজে লাগাতে পারলে দেশের অর্থনীতি আরও সমৃদ্ধ হবে।

সমুদ্রের বিশাল জলরাশির তলদেশে খনিজ সম্পদের প্রাচুর্য রয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘এ সম্পদ আমরা উত্তোলন করতে সক্ষম হলে আগামী কয়েক প্রজন্ম লাভবান হবে। এ সম্পদের নিরাপদ ও পরিবেশগতভাবে টেকসই উত্তোলন বাংলাদেশের উন্নয়নে উল্লেখযোগ্য অবদান রাখতে সক্ষম হবে।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here