সম্প্রীতি বাংলাদেশ’র যশোর কমিটি অনুমোদন, মবিন আহবায়ক জয় সদস্য সচিব

0
315

প্রেস বিজ্ঞপ্তি : সম্প্রীতি বাংলাদেশের যশোর জেলা আহবায়ক কমিটি গঠিত হয়েছে। ২৭ সদস্য বিশিষ্ট এই কমিটির আহবায়ক হয়েছেন মবিনুল ইসলাম মবিন। আর সদস্য সচিব হয়েছেন দেবাশীষ মিশ্র জয়। যুগ্ম আহবায়ক হয়েছেন প্রশান্ত বিশ^াস ও সাজেদ রহমান। কমিটির অন্য সদস্যরা হলেন-সিরাজুল হক মঞ্জু, তন্দ্রা ভট্রাচার্য, মো: ইকবাল হোসেন, জহিরুল ইসলাম চাকলাদার রেন্টু, অসীম কুন্ডু, ডা: আবুল কালাম আজাদ লিটু, অ্যাডভোকেট শাহানুর আলম, অ্যাডভোকেট মাহমুদ হাসান বুলু, বীরমুক্তিযোদ্ধা আলী হোসেন মনি, হারুন অর রশিদ, সানোয়ার আলম দুলু, দীপংকর দাস রতন, সুকুমার দাস, শ্রাবনী সুর, ডা: এম এ বাশার, বিনয় কৃষ্ণ মল্লিক, মৃণাল কান্তি দে, আলমগীর কবির, শেখ মাসুদুউজ্জামান মিঠু, আনোয়ার হোসেন, যোগেশ চন্দ্র দত্ত, মুস্তাক হোসেন শিম্বা ও বীরমুক্তিযোদ্ধা আফজাল হোসেন দোদুল।
সম্প্রীতি বাংলাদেশ কেন্দ্রীয় পর্ষদ আগামী এক বছরের জন্য যশোর কমিটিকে অনুমোদন দিয়েছে। কমিটির কেন্দ্রীয় পর্ষদের আহবায়ক পীযূষ বন্দ্যোপাধ্যায় ও সদস্য সচিব ডা: মামুন আল মাহতাব(স্বপ্লীল) স্বাক্ষরিত কমিটি গত ১৫ জুন অনুমোদন দেন।