সর্বশেষ আপডেট: বাংলাদেশকে ম্যাচে ফেরালেন সানজামুল

0
371

ক্রীড়া ডেস্ক : সানজামুল ফেরালেন ধাওয়ানকে। ছবি: রয়টার্সওভালে আজ ভারতের বিপক্ষে নিজেদের দ্বিতীয় প্রস্তুতি খেলছে বাংলাদেশ। এই ম্যাচের সর্বশেষ স্কোর ও তথ্য জানা জানা যাবে এখানে—

** ৩২ ওভার শেষে ভারতের সংগ্রহ ৩ উইকেটে ১৮৩। কার্তিক ৭৫ আর যাদব ৩১ রানে অপরাজিত।
** ধাওয়ান ফেরার পর জুটি জমিয়েছেন কার্তিক ও কেদার যাদব। ৬১ রানে অবিচ্ছিন্ন তারা।
** ২৫ ওভারে ভারতের রান ১৩২/৩।
** ২২.৪ ওভারে মিড উইকেটে মেহেদী হাসান মিরাজের ক্যাচ বানিয়ে ধাওয়ানকে (৬০) ফিরিয়েছেন সানজামুল ইসলাম।
** বিপজ্জনক হয়ে উঠছিলেন ধাওয়ান। তৃতীয় উইকেটে ধাওয়ান-কার্তিক ১০০ রান যোগ করে ভারতকে এগিয়ে নিচ্ছিলেন দারুণভাবে।
** ১৩তম ওভার শেষ ভারতের সংগ্রহ ২ উইকেটে ৬২। ধাওয়ান ২৪ আর কার্তিক ২৩ রানে অপরাজিত।
** ১২তম ওভারটিতে দারুণ বল করলেন মেহেদী হাসান মিরাজ। মেডেন ওভার।
** ১১ ওভার শেষ ভারতের সংগ্রহ ২ উইকেটে ৫৭।
** রুবেল, মোস্তাফিজের পর বাংলাদেশ ব্যবহার করেছে তাসকিন আহমেদ আর সৌম্য সরকারকে। তাসকিন ১ ওভারে দিয়েছেন ৮, সৌম্য ১ ওভারে ১০।
** শিখর ধাওয়ান আর দিনেশ কার্তিক একটা জুটি গড়ার চেষ্টা করছেন। এখনো পর্যন্ত এই দুজন যোগ করেছেন ৩০ রান। ধাওয়ান ২২ আর কার্তিক ১৭ রানে অপরাজিত।
** আউট!!! সপ্তম ওভারের প্রথম বলেই আউট অজিঙ্কা রাহানে। মোস্তাফিজের বলে রোহিত শর্মার মতোই প্লেড অন তিনি।

** ৫ ওভার শেষে ভারতের রান ১ উইকেটে ১৭। রাহানে ১১, ধাওয়ান ৭ রানে অপরাজিত।
**রোহিতের বিদায়ের পর উইকেটে শিখর ধাওয়ানের সঙ্গী অজিঙ্কা রাহানে।
** আউট!!! রুবেলের প্রথম বলেই বোল্ড রোহিত শর্মা। রুবেলের অফ স্টাম্পের বাইরের বল খেলতে গিয়ে প্লেড অন রোহিত।
** মোস্তাফিজের প্রথম ওভার থেকে এসেছে ৩ রান।
** বাংলাদেশের হয়ে বোলিং শুরু করেছেন মোস্তাফিজুর রহমান।
** মাশরাফি বিন মুর্তজার বদলে ভারতের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ অধিনায়কত্ব করছেন সাকিব।
** মেঘলা আবহাওয়ায় টস জিতে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছেন সাকিব আল হাসান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here