সর্বোচ্চ তাপমাত্রা যশোরে

0
398

নিজস্ব প্রতিবেদক : তীব্র তাপপ্রবাহে অতিষ্ঠ হয়ে উঠেছে যশোরের সাধারণ মানুষের জনজীবন। শনিবার দুপুর দুইটায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪০ ডিগ্রি সেলসিয়াস। এ তাপপ্রবাহ ছড়িয়ে পড়বে।
যশোর বিমানবন্দরস্থ আবহাওয়া দপ্তরের তথ্য মতে, গত কয়েকদিন ধরে যশোর অঞ্চলে তাপপ্রবাহ চলছে। সপ্তাহজুড়ে তাপমাত্রা ৩৭ ডিগ্রি থেকে ৪০ ডিগ্রির মধ্যে বিরাজ করছে। শনিবার দুপুর দুইটায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪০ ডিগ্রি সেলসিয়াস। তিনটায় এ মাত্রা ছিল ৩৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। শুক্রবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৯ ডিগ্রি ও তার আগের দিন বৃহস্পতিবার তাপমাত্রা ছিল ৪০ ডিগ্রি সেলসিয়াস।