সহজে জেনে নিন আওহাওয়ার খবর

0
688

নিজস্ব প্রতিবেদক : এ মৌসুমটা এমনই কখনও রােদ, কখনওবা বৃষ্টি। বিশ্ববিদ্যালয় বা অফিসে যাওয়া সময় দেখা গেল আকাশ রােদ খেলা করছে। অথচ মাঝ পথেই শুরু হলো বৃষ্টি। ছাতা না থাকলে বৃষ্টিতে কাকভেজা হয় অনেকেই।

তাই বাসা থেকে বের হওয়ার আগে আবহাওয়ার তথ্য জেনে নিলে এমন পরিস্থিতি এড়ানো যাবে অনেক দিনই। হঠাৎ বৃষ্টিতে ভিজতে হবে না। স্মার্টফোনের এ যুগে আবহাওয়ার আগাম এ তথ্য জানা এক ক্লিকের কাজই বটে।

শুধু একটি অ্যাপ ডাউনলোড করে রাখলে কাজটি আরও সহজ হবে। এমন অনেক অ্যাপ্লিকেশনের মধ্যে সহজে আবহাওয়ার খবর জানাবে ‘ওয়েদার’।
এক নজরে অ্যাপ্লিকেশনটির ফিচারগুলো
১. এটি ব্যবহার করে গ্রাফ আকারে সারা দিনের আবহাওয়ার তথ্য পাওয়া যাবে।

২. বৃষ্টি ও রোদের সময় ছবি দেখিয়ে দেবে বাইরের অবস্থা কেমন।

৩. স্মার্টফোনের পাশাপাশি অ্যাপ্লিকেশনটি অ্যান্ড্রয়েড টিভি ও ট্যাবেও কাজ করবে।

৪. এতে রয়েছে উইজেট সুবিধা ফলে সহজে হোম স্ক্রিন থেকে পাওয়া যাবে আবহাওয়ার তথ্য। এ ছাড়া বিভিন্ন লোকেশন অনুযায়ী উইজেট সুবিধাও রয়েছে।

৫. অ্যাপটি ব্যবহার করে আবহাওয়ার সর্বশেষ অবস্থা জানা যাবে।

৬. ব্যবহারকারীদের পছন্দ ব্যাকগ্রাউডের রঙ পরিবর্তন করা যাবে। এ ছাড়া স্বয়ংক্রিয়ভাবে ব্যাকগ্রাউড পরিবর্তন হয়।

অ্যাপ্লিকেশনটি ১ কোটির বেশি ডাউনডোল হয়েছে। এ ঠিকানা থেকে অ্যাপটি ডাউনলোড করে ব্যবহার করা যাবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here