সহপাঠীদের সাথে বর্ষবরণ করতে পারলেন না শার্শায় সড়কে পা হারানো নিপা, হাসপাতাল বেডে তার চোখভরা কান্না!!!

0
463

জাহিদ হাসান : বাঙ্গালীর প্রাণের উৎসব বাংলা নববর্ষ।আজ বাঙ্গালীর বর্ষবরণ।যে কোন উৎসবে শিশুর মতো আনন্দে মেতে উঠত স্কুল ছাত্রী নিপা।প্রতিবারই নেচে-গেয়ে আনন্দে বর্ষবরণ করছে সে।কিন্তুু এবার বাংলা নববর্ষে তার মুখে হাসি নেই।আছে দুচোখ ভরা কান্না।কারণ যশোর ২৫০শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে সে।গত ২০ মার্চ যশোর-বেনাপোল সড়কে ঘাতক পিকআপের ধাক্কায় গুরুতর আহত হন।চিকিৎসায় জীবন ফিরে পেলেও হারিয়েছে তার এক পা।বাকীজীবনে সুস্থ্য হলেও ফিরে পাবে না তার পা।উন্নত চিকিৎসার জন্য দরকার তা অনেক টাকা।
রবিবার সকালে হাসপাতালে তার কেবিনে গিয়ে দেখা যায়,নিপা নীরবে তার চোখের পানি ফেলছে।তার পাশে বোবা কান্নায় পাশে দাড়িয়ে রয়েছে তার স্কুল শিক্ষক পিতা রফিকুল ইসলাম।তিনি বলেন,ছোট বেলা থেকে নিপা ছিলো দুরন্ত ও চনমনা।বড় আদরের মেয়ে ছিলো সে।উৎসব-পার্বণে সদা থাকতো আনন্দ-উল্লাসে।কিন্তু নিয়তির নির্মম পরিহাস নিপার জীবনে এসেছে কালো এক অধ্যায়।তার স্কুলের সামনে ঘাতক পিকআপের ধাক্কায় জীবন না নিলেও নিয়েছে তার এক পা।যেন মরেও বেঁচে আছে সে।ধীরে ধীরে সুস্থ্যতা লাভ করলেও উন্নত চিকিৎসার জন্য তাকে ভারতে নিয়ে যেতে হবে।মাস খানিক পরেই তার পায়ে স্থাপন করা হবে কৃত্রিম পা।দরকার অনেক টাকা।সেইজন্য বাবা স্কুল শিক্ষক রফিকুল ইসলামের রাতে ঘুম এসেও যেন আসে না তার।
দূর্ঘটনার সময় অনেকেই সাহয্য করার কথা বলেও সময়মতো তেমন সাহয্য পাচ্ছেন না তিনি।সেই সাথে পেলেন না তার মেয়ের এমন করার ঘাতকদের বিচার।এই জন্য তার যেন মাথায় চেপে বসেছে বাড়তি চিন্তা।
অন্যদিকে পা হারানো নিপা হাসপতালে বেডে দুচোখ ভরা কান্না স্বরে এই প্রতিবেদকে বলেন,আজ পহেলা বৈশাখ।প্রতিবারই বাড়িতে আলাদা আনন্দ করে সবাই মিলে।সাথে বান্ধবীদের সাথে পহেলা বৈশাখ আনন্দ মেতে থাকেন সারাদিন।কিন্তু আমার সাথে আমার পরিবারের সব উৎসব-আনন্দ সব মুছে গেছে স্কুলের সামনে সড়ক দূর্ঘটনায়।কিছুক্ষণ পরপরই বলছিলেন,কারও জীবনে যেন এমন দিন না আসে।আর হয়তো আগের মতো আনন্দ করতে পারবে না নিপা।কিন্তুু এমন কঠিন সময়কে লড়াই করে জয়ী হয়ে নিজের জীবন গড়তে চাই নিপা।এই জন্য সবারকাছে দোয়া চেয়েছেন সড়ক দূর্ঘটনায় পা হারানো মিফতাহুল জান্নাত নিপা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here