সাংবাদিকদের নবম ওয়েজবোর্ডের ৮০ ভাগ কাজ শেষ: ওবায়দুল কাদের

0
301

নিজস্ব প্রতিবেদক: সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সাংবাদিকদের নবম ওয়েজবোর্ডের চেয়ারম্যান নিয়োগসহ ৮০ ভাগ কাজ শেষ হয়েছে।

অর্থমন্ত্রীর বক্তব্যে ওয়েজবোর্ড বাস্তবায়নের পথ বন্ধ হয়নি উল্লেখ করে তিনি বলেন, ‘সাংবাদিকদের নবম ওয়েজ বোর্ড বাস্তবায়নের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার মনোভাব ইতিবাচক। প্রধানমন্ত্রীর নিদের্শে সাংবাদিকদের নবম ওয়েজবোর্ডের চেয়ারম্যান নিয়োগসহ ৮০ ভাগ কার্যক্রম শেষ হয়েছে। তথ্যমন্ত্রীকে এ বিষয়ে নিদের্শনাও দেয়া হয়েছে।’

বুধবার দুপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে চারলেনের কাজ পরিদর্শনকালে টাঙ্গাইল রাবনা বাইপাসে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

ওয়েজবোর্ড নিয়ে মন্ত্রী বলেন, সাংবাদিক সংগঠনগুলোও এ ব্যাপারে ঐক্যবদ্ধ আছে। এ বিষয়ে শুধু মালিকপক্ষকে পাওয়া যাচ্ছে না। মালিকপক্ষ এগিয়ে এলেই আলাপ আলোচনার মাধ্যমেই নবম ওয়েজ বোর্ড ঘোষণা করা হবে।

ঈদুল আযহা সামনে রেখে আগামী ৭ থেকে ১০ দিনের মধ্যে সড়ক বিভাগের সকল মহাসড়ক সংস্কার কাজ শেষ করা হবে উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘অন্যথায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে শাস্তিমুলক ব্যবস্থা নিতে বাধ্য হব। যাতে করে ঈদের আগে ও পরে ঘরমুখো মানুষ নির্বিঘ্নে ঘরে ফিরতে পারে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here