সাংবাদিক অপূর্ব অপুকে অপহরণ চেষ্টার ঘটনায় বিএফইউজে’র নিন্দা

0
174

সময় টেলিভিশনের সিনিয়র রিপোর্টার ও বরিশাল ব্যুরো প্রধান অপূর্ব অপুর উপর হামলা ও অপহরণের চেষ্টার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বিএফইউজেÑবাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন।
আজ মঙ্গলবার (৩১ মে) এক যৌথ বিবৃতিতে বিএফইউজেÑবাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি ওমর ফারুক ও মহাসচিব দীপ আজাদ এ নিন্দা ও প্রতিবাদ জানান।
জানা যায়, বরিশাল নগরীর শীতলাখোলা এলাকার মুমীতু কমিউনিটি সেন্টারের সামনে সময় টেলিভিশনের বরিশাল ব্যুরো প্রধান অপূর্ব অপুর উপর হামলা চালিয়ে প্রাইভেটকারে করে অপহরণের চেষ্টা চালিয়েছে অজ্ঞাত ৫/৬ জন। এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য মুমীতু কমিউনিটি সেন্টারের মালিক শাহিন হোসেন মল্লিক মামুনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে মহানগর ডিবি পুলিশ।
বিবৃতিতে বিএফইউজে নেতৃবৃন্দ বলেন, এই ঘটনা সাংবাদিক ও গণমাধ্যমের উপর কালো থাবা। বিভিন্ন সময়ে এই ধরনের হামলার বিচার না হওয়ায় ঘটনার পুনরাবৃত্তি হচ্ছে। হামলাকারীদের দ্রুত সময়ের মধ্যে চিহ্নিত করে আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করতে হবে।