সাংবাদিক ওহাবুজ্জামান ঝন্টুর ফেসবুক আইডি হ্যাক করে প্রতারনা, থানায় জিডি

0
321

স্টাফ রিপোর্টার, যশোর: বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) যশোর জেলা প্রতিনিধি ওহাবুজ্জামান ঝন্টুর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক আইডি হ্যাক হয়েছে। কে বা কারা হীনস্বার্থ হাচিল করার জন্য তার আইডি ব্যবহার করে প্রতারনা করছে। শুক্রবার বিকাল ৫ টা ৪৮ মিনিটে বিষয়টি জানার পর তিনি কোতয়ালী মডেল থানায় জিডি করেছেন।
জিডিতে উল্লেখ করা হয়েছে, তিনি দীর্ঘদিন ধরে ওহাবুজ্জামান ঝন্টু নামে এই আইডি ব্যবহার করে আসছেন। শুক্রবার বিকেল থেকে তিনি তার আইডিতে ডুকতে ব্যর্থ হন। এর পর তিনি জানতে পারেন তার আইডি ব্যবহার করে ফেসবুক বন্দুদের কাছে টাকা দাবি করে ম্যাসেজ করা হচ্ছে।
এব্যাপারে একাত্তর টিভির জেলা প্রতিনিধি ফরহাদ হোসেন, ও দৈনিক যশোরের চিপ রিপোর্টার দিলসানসহ আরো কয়েকজন সাংবাদিক জানান তাদের কাছে হ্যাকাররা ০১৮৬৮১৭১০৬৭ এই নম্বারটি ব্যবহার কর বিভিন্ন অংকের টাকা দাবি করেছে।
এ ব্যাপারে ওহাবুজ্জামান ঝন্টু বলেন, বিষয়টি অপ্রত্যাশিত, প্রতারক চক্র তার আর বড় ধরনের সন্মানহানী করতে পারে। এই চক্রটি খুজে বের করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।