সাংবাদিক রিমন খানের ভাই রথির ইন্তেকাল, শোক

0
361

নিজস্ব প্রতিবেদক:দৈনিক স্পন্দনের নিজস্ব প্রতিবেদক, বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) ও বাংলাদেশ বেতারের যশোর প্রতিনিধি সাজ্জাদ গণি খান রিমনের ভাই জয়তুন সিকিউরিটিজের ব্যবস্থাপক, সাপ্তাহিক পাঠকের কথার সম্পাদক কুদরত ই গণি খান রথি (৬২) ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। করোনায় আক্রান্ত হয়ে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাত ১২ টা ২০ মিনিটে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী ১ ছেলে ও ১ মেয়েসহ আত্মীয় স্বজন রেখে গেছেন।
সাংবাদিক সাজ্জাদ গনি খান রিমন জানান, শুক্রবার জুম্মাবাদ জেলরোড জামে মসজিদের সামনে কুদরত ই গনি খান রথির জানাজা শেষে ঘোপ কবরস্থানে দাফন করা হয়েছে। জানাজায় উপস্থিত ছিলেন যশোর জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম মিলন, সহসভাপতি মুক্তিযোদ্ধা হায়দার গনি খান পলাশ, জাসদের সভাপতি অ্যাড. রবিউল আলম, আওয়ামী লীগ নেতা মোবাশ্বের হোসেন বাবু, ফিরোজ খান, অ্যাড, আবু সেলিম রানা,পৌর কাউন্সিলর মোকসিমুল বারী অপু, দৈনিক ইত্তেফাকের স্টাফরিপোর্টার ফারাজী আহমেদ সাঈদ বুলবুল, বিএফইউজে’র যুগ্ম মহাসচিব সাকিরুল কবীর রিটন, দৈনিক স্পন্দনের বার্তা সম্পাদক মিজানুর রহমান মুন, দৈনিক সমাজের কথার বার্তা সম্পাদক মিলন রহমান, সামাজিক ব্যক্তিত্ব আব্দুল মতিন, যুবলীগ যশোর জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক কামাল হোসেন, শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক অ্যাড. মাহমুদুল হাসান বুলু। এছাড়া জানাজায় গণ্যমান্য ব্যক্তিরা অংশগ্রহণ করেন। সাজ্জাদ গনি খান রিমন আরো জানান, শুক্রবার (১১ ডিসেম্বর) বড় ভাই শামসের গনি খানের মৃত্যুর ৪১ দিন পূর্ণ উপলক্ষে বাড়িতে দোয়া অনুষ্ঠান হওয়ার কথা ছিলো। কিন্তু এদিন আরেক ভাই কুদরত ই গনি খান রথিকে দাফন করতে হলো। বৃহস্পতিবার সকালে করোনা পজেটিভ শনাক্ত হওয়ার পর রাতে তিনি মারা গেলেন।
এদিকে, কুদরত ই গণি খান রথির মৃত্যুতে শোক প্রকাশ করেছেন প্রেসক্লাব যশোরের সভাপতি ও সম্পাদক যথাক্রমে জাহিদ হাসান টুকুন ও আহসান কবীর,যশোর সাংবাদিক ইউনিয়নের (জেইউজে) সভাপতি সাজেদ রহমান, সহসভাপতি প্রণব দাস, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান মিলন, যুগ্মসম্পাদক রেজাউল করিম রুবেল, কোষাধ্যক্ষ মারুফ কবীর এবং জেইউজে নির্বাহী সদস্য শফিক সায়ীদ ও জিয়াউল হক, বিএফইউজে-বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন’র সহ সভাপতি মনোতোষ বসু, যুগ্ম মহাসচিব সাকিরুল কবীর রিটন, নির্বাহী সদস্য নূর ইমাম বাবুল ও গোপীনাথ দাস,
বাংলাদেশ ফটোজার্নালিস্ট অ্যাসোসিশেন যশোর জেলা শাখার সভাপতি মনিরুজ্জামান মুনির, সহসভাপতি এমএ মানিক, সাধারণ সম্পাদক নুর ইমাম বাবুল, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব রহমান মোহন, দফতর সম্পাদক দাউদ কবির ও কোষাধ্যক্ষ শামসুজ্জামান স্বজন।