সাঈদনগর স্কুল এন্ড কলেজ ও হিউম্যান ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের শুভ উদ্বোধনী সম্পন্ন

0
342

স্টাফ রিপোর্টার : ঢাকার ভাটারা থানাধীন পূর্ব-ভাটারা এলাকায় সাঈদনগর স্কুল এন্ড কলেজ ও হিউম্যান ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের শুভ উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (৯ জানুয়ারি) দুপুরে স্কুল এন্ড কলেজ আয়োজিত মাঠ প্রঙ্গনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা সভাপতি ও ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান স্পেশাল সিকিউরিটি ফোর্স (এসএসএফ) এর সাবেক মহাপরিচালক মেজর জেনারেল শেখ মোহাম্মদ আমান হাসান (এনডিইউ)। শুভ উদ্বোধক হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন ঢাকা ১১ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা এ কে এম রহমতুল্লাহ।
পরে প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মোঃ জাকারিয়া হোসাইনের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ৩৯ নং ওয়ার্ড কাউন্সিলর মো. শফিকুল ইসলাম বাছেক, ৪০ নং ওয়ার্ড কাউন্সিলর মো. নজরুল ইসলাম ঢালী, শ্রমিকলীগ মহানগর উত্তরের সাধারণ সম্পাদক মো. বরকত খান, আওয়ামী লীগের ভাটারা থানার সহ-সভাপতি মো. মারফত আলী, নড়াইলের লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম হায়াতুজ্জামান, গাজী লিয়াকাত হাসান, সাব্বির আহম্মেদ লিটু, মাসুদ রানা, মো. এনামুল হক অনিক, আশিকুল আলম প্রমুখ। পরে আমন্ত্রিত অতিথিদের হাত থেকে শিক্ষার্থীদের মাঝে নতুন বই বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন স্কুল এন্ড কলেজের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ। স্কুল এন্ড কলেজের সমৃদ্ধি ও মঙ্গল কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে সম্পন্ন হয়।