সাজিয়ালী বাঁওড় দখলের চেষ্টায় প্রভাবশালী চক্র

0
304

নিজস্ব প্রতিবেদক : যশোর সদর উপজেলার চুড়ামনকাটি ইউনিয়নের সাজিয়ালী বাঁওড় দখলের অপচেষ্টা শুরু করেছে একটি চক্র। বাঁওড়ের ইজারাদার সদর উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি দাউদ হোসেন দফাদার এই অভিযোগ করেছেন। তিনি জানিয়েছেন, এক প্রভাবশালীর সাহসে ওই চক্র তার কাছ থেকে বাঁওড়টি জোরপূর্বক দখলে নিতে চাইছে। রোববার রাতে চক্রের সদস্যরা সশস্ত্র অবস্থায় বাঁওড় দখল করার জন্য যাই। এসময় তারা বাঁওড়ের নৈশ্য প্রহরীদের হত্যার হুমকি দেয়। খবর পেয়ে পুলিশ সেখানে গেলে তারা পিছু হটে।
দাউদ হোসেন দফাদার জানান, তিনি ঝিনাইদহের কালীগঞ্জের মৃত হামিদ আলীর ছেলে মুক্ত ও মেয়ে শাহিদা খাতুনের কাছ থেকে বাঁওড়ের ৮ একর জমি লিজ নিয়ে দীর্ঘদিন ধরে তিনি মাছ চাষ করে আসছেন। চলতি মাসে ৫ বছর মেয়াদে তিনি আবারো বন্দোবস্ত নিয়ে মাছ চাষ শুরু করেছেন। কিন্তু বাঁওড়টি বর্তমানে তার কাছ থেকে দখল করে নেয়ার জন্য মরিয়া হয়ে উঠেছে সাজিয়ালীর আওয়ামীলীগ কর্মী শফিকুল হত্যার আসামি ঝন্টু ও হযরত আলীর নেতৃত্বে একটি চক্র। এই ঘটনায় গত ৫ মে তিনি যশোর কোতোয়ালি মডেল থানায় তাদের নাম উল্লেখ করে লিখিত অভিযোগ করেছেন। ১২ মে পুলিশ সরেজমিন তদন্তে যান। দাউদ হোসেন দফাদার আরো জানান, এরপর থেকে চক্রটি আরো বেশি ক্ষুব্দ হয়ে উঠেছে। কারণ এলাকার একজন চক্রের সদস্যদের আশ্বাস দিয়ে বলেছেন পুলিশ কিছুই বলবেনা। যে কোন ভাবে বাঁওড়টি দখলে নিতে হবে। দাউদ হোসেন দফাদার জানান, মাঝে মধ্যেই হযরত আলীর নেতৃত্বে চক্রের সদস্যরা বাঁওড়টি দখলে নেয়ার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে। কিন্তু নৈশপ্রহরী ও তার পক্ষের লোকজন সক্রিয় থাকায় চক্রের সদস্যদের চেষ্টা ব্যর্থ হচ্ছে। প্রায় রাতে চক্রের সদস্যরা বাঁওড় পাড়ে গিয়ে মাদকের আসর বসাচ্ছে। আর নৈশপ্রহরীদের হুমকি দিচ্ছে বাঁওড় ডিউটি না দেয়ার জন্য। এই বিষয়ে সাজিয়ালী পলিশ ফাঁড়ি ইনচার্জ এসআই সুকুমার কুমার কুন্ডু জানান, বাঁওড়ের ইজারাদার দাউদ হোসেন রোববার রাতে তাকে মোবাইলে খবর দেয়ার সাথেই তিনি ফোর্স নিয়ে বাঁওড় পাড়ে যান। কিন্তু পুলিশ যাওয়ার আগেই চক্রের সদস্যরা চলে যায়। অবৈধভাবে কেউ যাতে বাঁওড় দখলে নিতে না পারে পুলিশ সেই ব্যাপারে সজাগ রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here