সাতক্ষীরায় পরিবহন ধর্মঘট চলছে

0
468

ডিএম কামরুল ইসলাম সাতক্ষীরা : খুলনা বিভাগের ১০ জেলায় অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের অংশ হিসেবে সাতক্ষীরায়ও সকাল থেকে পরিবহন ধর্মঘট চলছে। এদিকে পরিবহন ধর্মঘটে বিপাকে পড়েছেন দুর-দুরান্ত থেকে আসা যাত্রীরা। অচল হয়ে পড়েছে ভোমরা স্থল বন্দর।

খুলনা বিভাগীয় শ্রমিক ফেডারেশনের সহকারী যুগ্ন সম্পাদক শাহিনুর রহমান জানান, চুয়াডাঙ্গা ডিলাক্স পরিবহনের বাসচালক জামির হোসেনের যাবজ্জীবন কারাদ-ের প্রতিবাদ ও নি:শর্ত মুক্তির দাবীতে অনির্দিষ্টকালের জন্য শ্রমিক ফেডারেশন এ ধর্মঘটের ডাক দিয়েছে। বাস, মিনিবাস, দুরপাল্লার বাস ও সকল প্রকার পণ্যবাহি ট্রাক-পিকআপ এ ধর্মঘটের আওতায় রয়েছে।
উল্লেখ্য ঃ বেপরোয়া গতিতে বাস চালিয়ে চলচ্চিত্র ব্যক্তিত্ব তারেক মাসুদ, সাংবাদিক মিশুক মুনীরসহ পাঁচজনকে হত্যার দায়ে বাসচালক জামির হোসেনকে যাবজ্জীবন কারাদ- দিয়েছেন মানিকগঞ্জের অতিরিক্ত দায়রা জজ আল-মাহমুদ ফায়জুল কবীর। এর প্রতিবাদে পরিবহন ধর্মঘটের ডাক দেয় শ্রমিক ফেডারেশন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here