সাতক্ষীরায় বন্যপ্রাণী অপরাধ দমন ও হ্যান্ডেলিং বিষয়ক প্রশিক্ষন অনুষ্ঠিত

0
214

বি. এম. জুলফিকার রায়হান, তালা : বন্যপ্রাণী অপরাধ ইউনিট-ঢ্্াকা’র আয়োজনে সাতক্ষীরায় বন্যপ্রাণী অপরাধ দমন ও হ্যান্ডেলিং বিষয়ক প্রশিক্ষনের সমাপনী অনুষ্ঠিত হয়েছে। বন বিভাগের “বাংলাদেশ বণ্যপ্রাণী সংরক্ষন ও আবাসস্থল উন্নয়ন প্রকল্প” এর আয়োজনে সাতক্ষীরার বাঁকাল দারুল হাদিস আহমাদিয়া সালাফিইয়াহ মাদরাসা কমপ্লেক্সে প্রশিক্ষন অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) ৭দিনের প্রশিক্ষন কর্মশালার সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের পরিচালক এ.এস.এম. জহির আকন। প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন, বন বিভাগের পরিকল্পনা উইং এর উপ-প্রধান বন সংরক্ষক ড. মো. জগলুল হোসেন। বিশেষ অতিথির বক্তৃতা করেন, বাংলাদেশ বণ্যপ্রাণী সংরক্ষন ও আবাসস্থল উন্নয়ন প্রকল্প পরিচালক ও বন সংরক্ষক মোল্যা রেজাউল করিম, সাবেক ফিফা রেফারী তৈয়ব হাসান এবং দারুল হাদিস আহমাদিয়া সালাফিইয়াহ মাদরাসা’র অধ্যক্ষ মাওলানা গোলাম সরওয়ার। বন বিভাগের বণ্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের বণ্যপ্রাণী পরিদর্শক আব্দুল্লাহ আস সাদিক’র সার্বিক পরিচালনায় প্রশিক্ষনে তালা, কালিগঞ্জ ও শ্যামনগর সহ বিভিন্ন উপজেলার বণ্যপ্রাণী রক্ষায় কাজ করা ৩০জন স্বেচ্ছাসেবক, বণ্যপ্রাণী শিকারী এবং বন বিভাগের কর্মী অংশগ্রহন করেন। এছাড়া বন বিভাগের কর্মকর্তারা সহ বণ্যপ্রাণী রক্ষায় কাজ করা স্বেচ্ছাসেবক, শিক্ষক, সাংবাদিক এবং শিকারী এবং সাপুড়ি প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন।