সাতক্ষীরা শহরের প্রধান সড়ক মৃত্যুকুপে পরিনত ॥ যাত্রী সাধারণের ধুলাবালি নিত্য দিনের সঙ্গী

0
455

ডিএম কামরুল ইসলাম সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরা শহরের প্রধান সড়ক মৃত্যু কুপে পরিনত। ধুলাবালি নিত্য দিনের সঙ্গী। এ জেলার উন্নয়ন ও সমৃদ্ধিশালী জেলা হিসাবে সুনাম অর্জন করেছেন। আমাদের নৌপথ, রেল পথের ব্যবস্ত’ না থাকায় একটি মাত্র সড়কেই সারাদেশের সাথে যোগাযোগ করতে হয়। জেলার মাছ শাক সবজি আম চাহিদা পুরনকরে দেশের বিভিন্ন স্থানে রপ্তানি করতে হয়। বিশেষ করে ভোমরা স্থল বন্দর দেশের মধ্য গুর“ত্বপূর্ণ পোর্ট, এখান থেকে প্রতিদিন হাজার হাজার পণ্য বাহি পরিবহন দেশের বিভিন্ন স্থানে ছেড়ে যায়। কিন্তু দুঃখের বিষয় দীর্ঘ দিন শহরের প্রধান সড়ক বড় বড় গর্তে পরিনত হলেও সংস্কারের কোন উদ্যোগ গ্রহন করেনি। ফলে যে কোন মুহুর্তে ভেঙ্গে পড়তে পারে সাতক্ষীরা অর্থনৈতিক কাঠামো, পরিবহন চালকদের ভয় নিয়ে গাড়ী চালাতে হচ্ছে। কারন যে কোন মুহুর্তে দূর্ঘটনা ঘটতে পারে। গত দুই দিন পূর্বে বৃষ্টি হওয়ায় শহরের সড়ক পুকুরে পরিনত হয়েছিল। পানি শুকিয়ে এখন ধুলাবালি আর কাঁদায় পরিনত হয়েছে। পথচারী ও পরিবহন চালকদের ধুলার সাথে নিয়ে শহরের কার্যক্রম পরিচালনা করতে হয়। সড়কে গাড়ী চলার সময় ধুলায় একে অপরকে চিনতে পারে না। সড়ক বিভাগ জনগনের কষ্টের কথা চিন্তা করে তেমন কোন পদক্ষেপ গ্রহন করেনি। নাম মাত্র কিছু কিছু গর্তে পাথর বালি দিয়ে জোড়া তালি দিতে দেখা গেছে। শহরবাসী দ্রুত সড়ক সংস্কারের দাবি করেছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here