সাতক্ষীরা হাসপাতালের সেপটিক ট্যাংকির পাশে প্রায় ১০ বস্তা বিভিন্ন ধরনের ওষুধ

0
393

সাতক্ষীরা প্রতিনিধি : মাটিচাপা দেয়া কমপক্ষে ১০ বস্তা সরকারি ওষুধ ও গজ ব্যান্ডেজসহ বিভিন্ন সরঞ্জাম বৃষ্টির পানির চাপে ভেসে উঠেছে। শনিবার দুপুরে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে এ দৃশ্য সাধারণ মানুষের চোখে পড়ে।

প্রত্যক্ষ দর্শীরা জানান, অসৎ উদ্দেশ্যে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের সেপটিক ট্যাংকির পাশে প্রায় ১০ বস্তা বিভিন্ন ধরনের ওষুধ ও গজ ব্যান্ডেজসহ নানা ধরনের সরঞ্জাম কবরের মত করে মাটি চাপা দেয়া ছিল।

সকালে কালবৈশাখী ঝড় ও বৃষ্টির পানির চাপে ওষুধের বস্তাগুলো মাটি ফুড়ে ভেসে ওঠে। এ সব গজ ব্যান্ডেজ টাটকা এবং ওষুধের মেয়াদ ২০২২ সাল পর্যন্ত লক্ষ্য করা যায়।

স্থানীয়রা জানায়, ভেসে ওঠা ওষুধগুলো পুনরায় মাটি চাপা দেয়ার জন্য লেবারদের সাথে দরকষাকষি করতে গেলেই ঘটনা ফাঁস হয়ে যায়।

মেডিকেল কলেজ হাসপাতালের তত্বাবধায়ক ডা. শাহজাহান আলী জানান, তিনি বিষয়টি জেনেছেন। তবে তিনি দাবি করেন, তার দায়িত্বকালিন সময়ে এ ঘটনা ঘটেনি। তিনি যোগদানের আগে এ ঘটনা ঘটেছে বলে ধারণা করছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here