সাদাকালো দুঃখ জয় করে ফাল্গুনও বসন্তে যশোরের ইমরান খন্দকার-ভিডিওসহ

0
1169

ডি এইচ দিলসান : লোকগান দিয়ে মঞ্চ মাতান ‘সেরাকণ্ঠ’ খ্যাত যশোরের ইমরান খন্দকার। নিজের প্রথম একক এ্যালবাম ‘সাদাকালো দুঃখ’ যখন বাংলা গানের শ্রোতাদের মনে শিহরন জাগিয়েছে তখন আবারও ফাল্গুন ও বসন্ত গানের মিউজিক ভিডিওটি রিলিজ করে মিডিয়াতে সাড়া ফেললেন ইমরান।
গানের জগতে ইমরানের উঠে আসা এবং আগামী দিনের পথচলা নিয়ে কথা হলো তার সাথে। তিনি বলেন, মা জহুরুন নেসা রেডিওতে গান শুনতেন। সালমান শাহ অভিনীত ‘আশা ভালোবাসা’ ছবির প্রেমপ্রিতি আর ভালোবাসা’ গানটি তাঁর এতই মনে ধরল যে কথাগুলো কাগজে লিখে ক্লাস টুতে পড়ুয়া ছেলে ইমরানকে মুখস্থ করাতে শুরু করলেন। ইমরান গানটি শিখে ফেলেন আনন্দের সঙ্গে। স্কুলের একটি অনুষ্ঠানে গানটি গেয়ে বন্ধুদের মাঝে হিরো বনে যান খুদে ইমরান! শিক্ষকদের কাছ থেকেও মেলে প্রশংসা। সেখান থেকেই গানের প্রতি ভালো লাগা তৈরি হয় তাঁর। ক্লাস ফাইভে উঠে এলাকার বড় ভাই মাহবুব রাসেলের কাছে হারমোনিয়াম শেখেন। এরপর নিজ শহর যশোরের ওস্তাাদ সুকুমার দাশের কাছে টানা চার বছর নজরুল, রবীন্দ্র ও লোকসংগীতের ওপর তালিম নেন। ধীরে ধীরে স্বপ্নটাও বড় হতে থাকে। অংশ নিতে থাকেন সংগীত প্রতিভা অন্বেষণের বিভিন্ন প্রতিযোগিতায়। সাফল্য আসছিল একটু একটু করে। ২০১২ সালে মাছরাঙা টিভির দেশাত্মবোধক গানের রিয়ালিটি শো ‘ভালোবাসি বাংলাদেশ’-এ অংশ নিয়ে বিচারক আহমেদ ইমতিয়াজ বুলবুল ও সামিনা চৌধুরীর নজরে পড়েন ইমরান। জায়গা করে নেন শীর্ষ দশে। ২০১৪ সালে নাম লেখান ‘সেরাকণ্ঠ’ প্রতিযোগিতায়। এখানেও শীর্ষ দশ থেকে বিদায়। কিন্তু ইমরান থেমে যাননি। এসব প্রতিযোগিতা থেকে পাওয়া অভিজ্ঞতাকে পুঁজি করে এগিয়ে যেতে থাকেন নিজের মতো করে।
ইমরান বলেন, ‘প্রতিযোগিতাগুলোতে অংশ নিয়ে চ্যাম্পিয়ন হতে না পারলেও অনেক গুণী মানুষের সঙ্গে পরিচয় হয়েছে। গ্রুমিংসহ বিভিন্ন পর্বে অনেক কিছু শিখতে পেরেছি। সেসব অভিজ্ঞতা এখন কাজে লাগছে।’
‘সেরাকণ্ঠ’ প্রতিযোগিতার পরই নিজের প্রথম একক অ্যালবাম প্রকাশের পরিকল্পনা করেন ইমরান। ২০১৬ সালে আলোর মুখ দেখে ‘সাদাকালো দুঃখ’ শিরোনামের সেই অ্যালবাম। সাতটি গানের পাঁচটিই ছিল লোক। একটি গান করেন বাবাকে নিয়ে, একটি দেশাত্মবোধক।
এ ছাড়া বাসুর সুরে মিক্সড ‘মেঘ কুমারী’তে একটি, আশরাফ বাবুর সুরে মিক্সড ‘সেলফি’তে’ দুটি গানে কণ্ঠ দেন। প্রস্তাব আছে আরো কয়েকটি মিক্সডে গাওয়ার। প্রস্তুতি নিচ্ছেন ভিডিওসহ একটি সিঙ্গেল গান প্রকাশের। এই গায়ক বলেন, ‘অ্যালবাম করার চেয়ে এখন একটি গান করে সেটাকে ভালোভাবে ভিডিও করে প্রকাশ করলে ফোকাসটা বেশি থাকে। আমিও এভাবে এগোতে চাই।’
স্টেজ ও টিভি লাইভেও লোকগানই বেশি করেন ইমরান। লালন সাঁই, শাহ আব্দুল করিম, বিজয় সরকারদের গান করতে এ পর্যন্ত চারবার গেছেন ভারতে। গত জানুয়ারিতে গেয়েছেন কলকাতা আন্তর্জাতিক বইমেলা এবং মুর্শিদাবাদের একটি অনুষ্ঠানে। তারও আগে ২০১২ সালে অশোকনগর, ২০১৫ সালে মালদা ও ২০১৬ সালে কান্দিতে গান করেন। ইমরান বলেন, ‘অনেকেরই অভিমত আমার কণ্ঠের সঙ্গে লোকগানটা বেশি যায়। স্টেজে উঠলে লোকগানের জন্যই বেশি অনুরোধ পাই। সে জন্য লোকগানের প্রতি বেশি মনোযোগী। এই গান গাওয়াটা খুব এনজয় করি। তবে অন্যান্য গানও গাই সময় সুযোগ বুঝে।’
যশোর পলিটেকনিক ইনস্টিটিউট থেকে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শেষ করেছেন। এখন অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ারিং বিষয় নিয়ে পড়ছেন। তবে গানেই ক্যারিয়ার গড়ার স্বপ্ন। গাওয়ার পাশাপাশি হতে চান একজন প্রতিষ্ঠিত সংগীত পরিচালক। আর তাইতো অবসর পেলেই ছুটে যান পরিচিত বড় ভাইদের স্টুডিওতে। বসে বসে ভয়েস রেকর্ডিং দেখেন, অন্য আনুষঙ্গিক বিষয়গুলো শেখার, বোঝার চেষ্টা করেন। প্লেব্যাকেও হতে চান নিয়মিত।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here