সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, খাদ্যের অভাব হবে না- প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য

0
438

উত্তম চক্রবর্তী,মণিরামপুর(যশোর)অফিস॥ মনিরামপুরের গ্রামে গ্রামে পথে পথে, প্রিয় মানুষটাকে কাছে পেয়ে কেউ দূরে থাকতে চাই না, তবুও নির্দেশনা একটাই সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, খাদ্যের অভাব হবে না, সুদিন আবার ফিরে আসবে। মহামারী করোনা ভাইরাস প্রতিরোধে ঘরে থাকা শ্রমজীবী অসহায় দুস্থ মানুষদের মাঝে খাদ্য সহায়তা প্রদানে মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার প্রতিশ্রুতি মোতাবেক স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য এমপি বৃহস্পতিবার সকালে ঝাঁপা ইউনিয়ন পরিষদ চত্বরে দুস্থ, অসহায়, শ্রমজীবী মানুষের মাঝে খাদ্য দ্রব্য বিতরণকালে এসব কথা বলেন৷
এ সময় তার সাথে ছিলেন- উপজেলা কৃষি র্কমর্কতা হীরক সরকার, প্রকল্প র্কমর্কতা ইঞ্জিনিয়ার বায়োজিদ হোসেন, ঝাঁপা ইউনিয়ন চেয়ারম্যান শামসুল হক মন্টু, এপিএস কবীর খান, ব্যাক্তিগত র্কমর্কতা সজীব কুশারী, যুবলীগ নেতা শিমুল কুশারী৷
পরে প্রতিমন্ত্রী স্বপহ ভট্টাচার্য্য বিভিন্ন ইউনিয়ন ঘুরে সরেজমিনে খাদ্য বিতরণ ও করোনা ভাইরাস বিস্তার প্রতিরোধে সচেতনতামূলক র্কাযক্রম পরির্দশন করেন৷ এরপরে উপজেলা র্নিবাহী র্কমর্কতার অফিসে সামাজিক দূরত্ব নিশ্চিত করার লক্ষে এক জুরুরি মিটিং অনুষ্ঠিত হয় সেখানে উপস্থিত- ছিলেন মণিরামপুর উপজেলা নির্বাহী র্কমর্কতা মোঃ আহসান উল্লাহ শরিফী, পৌরসভার মেয়র উপজেলা আওয়ামীলীগের সভাপতি অধ্যক্ষ কাজী মাহমুদুল হাসান, নির্বাহী ম্যাজিস্ট্রেট সুফল চন্দ্র গোলদার, যশোর সেনাবাহিনীর ক্যাপ্টেন মঞ্জুরুল আলম মুরাদ, মণিরামপুর উপজেলার ভারপ্রাপ্ত র্কমকর্তা রফিকুল ইসলাম, শ্যামকুড় ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান মনিরুজ্জামান মনি।
এছাড়া খানপুর, ঝাঁপা, ভোজগাতী, হরিদাসকাঠী, শ্যামকুড় ইউনিয়নে প্রতিমন্ত্রী মহোদয়ের পক্ষে প্রশাসনের সহযোগিতায় খাবার পৌছে দেওয়া হয়।