সারা দেশের মত যশোরেও বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের রজতজয়ন্তী উৎসব পালিত

0
651

নিজস্ব প্রতিবেদক : বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের রজতজয়ন্তী উৎসব যশোরে পালিত হয়েছে। এ উপলক্ষে দিনভর নানা কর্মসূচী পালিত হচ্ছে। কর্মসূচির মধ্যে রয়েছে র‌্যালি, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। সকালে উপশহরস্থ বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক কেন্দ্র থেকে একটি র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় সেখানে এসে শেষ হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বেলুন উড়িয়ে র‌্যালির উদ্বোধন করেন, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আনোয়ার হোসেন। আরো উপস্থিত ছিলেন উন্মুক্ত বিশ্ববিদ্যালয় যশোরের আঞ্চলিক পরিচালক ড. আবদুল মজিদ, প্রশাসনিক কর্মকর্তা আহসানুল হাসানসহ অন্যান্য কর্মকর্তারা।
র‌্যালিসহ সকল অনুষ্ঠানে যশোর, ঝিনাইদহ, নড়াইল, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, মাগুরাা, মেহেরপুর জেলার সমন্বয়কারী, শিক্ষক ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here