সাড়ে ৪ লাখ টাকায় ৬ বছরে সুদ দিয়েছেন ২৮ লাখ ৮০ হাজার টাকা! চৌগাছায় এক ব্যবসায়ীর সংবাদ সম্মেলন

0
1673

সংবাদ সন্মেলন

সাড়ে ৪ লাখ টাকায় ৬ বছরে সুদ দিয়েছেন ২৮ লাখ ৮০ হাজার। ৬ বছর পরে আসল টাকা সাড়ে ৪ লাখ শোধ করেও পেয়েছেন ‍“চেক ডিজ অনার” এর লিগ্যাল নোটিশ, মঙ্গলবার প্রেসক্লাব চৌগাছায় সংবাদ সন্মেলনে সুদে ব্যবসায়ি মিঠুর বিরুদ্ধে ভূক্তভোগি ব্যবসায়ি হায়দার আলী এমনই অভিযোগ করলেন।
সংবাদ সন্মেলনে লিখিত বক্তব্যে হায়দার আলী অভিযোগ করেন, ২০১০ সালে ব্যবসায়ী প্রয়োজনে ন্যাশনাল ব্যাংক চৌগাছা শাখার তিনটি ব্লাঙ্ক (সাদা) চেক জামানত রেখে আহমদ হাজির ছেলে মিঠু ওরফে সুদে মিঠুর কাছ থেকে সাড়ে ৪ লাখ টাকা সুদে/দাদন টাকা নিই। যে টাকার প্রতিমাসে ৪০ হাজার টাকা সুদ হিসেবে দেওয়ার কথা।
সে হিসেব মতো দীর্ঘ ৬ বছরে (৬*১২=৭২ মাস) আমি সুদের টাকা দিয়েছি ২৮ লাখ ৮০ হাজার টাকা (৪০,০০০/ টাকা*৭২ মাস=২৮,৮০,০০০/ টাকা)। তার সুদের টাকা দিতে গিয়ে আমি সর্বশান্ত হয়েছি।
২০১৬ সালে আমার চৌগাছা পৌর শহরের নিরিবিলিপাড়ার নিজের বসতি ভিটা বাড়ীসহ বিক্রি করে।পৌর শহরের হুদা চৌগাছা গ্রামের মৃত এরশাদ সর্দারের ছেলে স্থানীয় (মহুরী) দলীল লেখক রেজাউল ইসলামসহ গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতে সুদে মিঠুর নিকট থেকে দাদন নেওয়া সাড়ে ৪ লাখ টাকা পরিশোধ করি।
আসল টাকা ফেরৎ দেওয়ার সময় মিঠু আমাকে বলেন তোমার জামানত রাখা চেকের মধ্যে ১টি চেক হারিয়ে গেছে। বাকী ২টি চেক মিঠু আমাকে ফিরিয়ে দেন। এর মধ্যে সুদে মিঠু আমার নিকট থেকে জামানত রাখা ন্যাশনাল ব্যাংক চৌগাছা শাখার হারিয়ে যাওয়া সেই চেক যার নং ৫৮১৯৫৪৮ ব্যবহার করে আমার নামে একটি লিগ্যাল নটিশ প্রেরণ করেছে। নটিশে সে আমার নিকট বর্তমানে আরো ১১ লাখ টাকা পাবে বলে দাবী করছেন। আমি অসহায় হয়ে আজ সংবাদ সম্মেলন করছি।
হায়দার আলী আরো বলেন, শুধুু আমি ভিটে ছাড়া হয়নি, সুদে মিঠুর অত্যাচারে সর্বশান্ত হয়েছেন উপজেলার উত্তর কয়ার পাড়া গ্রামের হিন্দুপাড়ার শ্রী বসির বিশ্বাসের ছেলে শ্রী পরেশ বিশ্বাস, পৌর শহরের বিশ্বাসপাড়ার আইনাল হোসেন বিশ্বাসের ছেলে আশরাফ হোসেন বিশ্বাস, শহরের কারিকার পাড়ার মৃত মানিক বিশ্বাসের ছেলে নজরুল ইসলাম নজু, শহরের নজরুল ইসলামের ছেলে তরিকুল ইসলাম, শহরের বিশ্বাসপাড়ার মৃত আব্দুস শুকুরের ছেলে আলা উদ্দীন।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন চৌগাছা বাজার জুয়েলারী সমিতির সভাপতি বাবু অনন্ত সরকার, সাধারণ সম্পাদক দিদার হোসেন ডাবলু, ব্যবসায়ী ফারুক হোসেন, স্বরুপদহ ইউপি মেম্বর জাকির হোসেন খান, ফখরুজ্জামান, নারায়ন মন্ডল, বাবুল হোসেন প্রমুখ। তারা সকলেই মিঠুকে সুদে কারবারি বা সুদ ব্যাংক হিসেবেও আখ্যায়িত করেন।
এ বিষয়ে জানতে চাইলে মিঠু জানান,গহনা তৈরি করতে আমি হায়দার আলীকে ১১ লাখ টাকা দিয়েছি। টাকা বা গহনা কিছুই পাচ্ছিনা তাই চেকের মামলা করেছি। গহনা বানাতে দিয়ে আপনি চেক পেলেন কি করে প্রশ্নের কোনো উল্টর দেননি তিনি।