সিটি ব্যাংকের এজেন্ট শাখায় নিয়োগের নামে কোটি টাকার প্রতারণা

0
149

নিজস্ব প্রতিনিধি

যশোরের চৌগাছায় সিটি ব্যাংকের তিনটি এজেন্ট শাখায় ২৪ জনকে নিয়োগ দিয়ে এক কোটি ২০ লক্ষ টাকা নিয়ে লাপাত্তা হয়েছেন একজন মাষ্টার এজেন্টসহ ৩জন প্রতারক। এ ঘটনায় ভুক্তভোগি ১৭ জন বুধবার চৌগাছা থানায় একটি লিখিত অভিযোগ এবং একইদিন বিকেলে চৌগাছা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য জাফর ইকবাল বলেন, ২০১৯ সালের মার্চ মাসে যশোরের শার্শা উপজেলার যাদবপুর গ্রামের জহির উদ্দিন বাবর, যশোর সদর উপজেলার ইছালি গ্রামের আজিজুর রহমান ডেভিড ও চৌগাছা উপজেলার হাকিমপুর গ্রামের তরিকুল ইসলাম সিটি ব্যাংকের চৌগাছা, পুড়াপাড়া ও ছুটিপুর এজেন্ট শাখায় চাকরি দেয়ার দেয়ার জন্য ভুক্তভোগি ১৭ জনসহ মোট ২৪ জনের সাথে যোগাযোগ করেন। এবং সেখানেতাঁদের বেতন মাসিক ১৪ হাজার টাকা বলে বলা হয়। এ কথায় প্রলুব্ধ হয়ে আজিজুর রহমান, জহির উদ্দিন বাবর এবং তরিকুল ইসলামের কাছে পাঁচ লক্ষ টাকা করে জামানতের টাকা দিয়ে ভুক্তভোগিরা ব্যাংকের এজেন্ট শাখায় যোগদান করেন।

ভুক্তভোগি ১৭ জন বলেন, জামানতের টাকা দিতে আমাদের জমি, গরু, ছাগল বিক্রি করে এমনকি সুদের ওপর টাকা ধার করেছি। গত তিন বছর ধরে একদিকে বেকার অন্যদিকে ধার দেনা পরিশোধ করতে না পেরে মানবেতর দিন কাটাচ্ছি। অবশেষে বাধ্য হয়ে থানায় অভিযোগ এবং এই সংবাদ সম্মেলন করছি।

তারা জানিয়েছেন সিটি ব্যাংকের মাষ্টার এজেন্ট (মোট দশটি এজেন্ট শাখা মালিক) আজিজুর রহমান ডেভিড ও জহির উদ্দিন বাবরের মালিকানাধিন তাজিমুল টেকনোলজি লিঃ নামের একটি প্রতিষ্ঠানের প্যাডে অফার লেটার দেয়া হয়। সেখানে ‘‘ট্রেইনি বিজনেস এক্সিকিউটিভ পদে’’ নিয়োগ দিয়ে ১৪ হাজার টাকা মাসিক বেতন নির্ধারণ করা হয়। কর্মদক্ষতার ভিত্তিতে পদোন্নতি ও বেতন বাড়ানোর প্রতিশ্রুতিও দেয়া হয়। কয়েকজনকে জামানতের টাকার বিপরীতে জহির উদ্দিন মোঃ বাবরের সিটি ব্যাংকের একটি হিসাবের চেকও দেয়া হয়।

ভুক্তভোগিরা জানান, নিয়োগের পর আমেনা খাতুনসহ দুজনকে ঢাকায় সিটি ব্যাংকের তত্বাবধানে প্রশিক্ষণ দিয়ে এজেন্ট শাখায় কাজ দেয়া হয়। তখন শহরের একটি ভবনের দ্বিতীয় তলায় এজেন্ট শাখার কার্যালয় ছিল। এজেন্ট শাখায় কার্যক্রম শুরুর পর প্রতি মাসে দশ হাজার টাকা করে তিন মাসের বেতন পান। এরপর নানা অজুহাতে বেতন বন্ধ রেখে ২০২০ সালের মার্চ মাসে এজেন্ট শাখার কার্যক্রম বন্ধ করে দেয়া হয়। তখন থেকেই ভুক্তভোগিরা এজেন্ট জহির উদ্দিন মোঃ বাবর ও আজিজুর রহমান ডেভিড এবং তাঁদের এজেন্ট শাখার পরিচালক তরিকুল ইসলামের মোবাইল ফোন বন্ধ পান। এমনকি তরিকুলের চৌগাছা উপজেলার হাকিমপুরের বাড়িতে গিয়েও তাঁকে পাননি ভুক্তভোগিরা। তাঁরা বলেন, জামানতের টাকার বিপরীতে যে চেক দেয়া হয়েছে সেই চেকে টাকা তুলতে গেলে বলা হয়েছে ওই হিসাবে কোন টাকা নেই।

তাঁরা বলেন, জামানতের টাকা দেয়ার বিষয়ে জানতেন ব্যাংকের কয়েখজন কর্মকর্তা। অথচ আমাদের জামানতের বিষয়টির সুরাহা না করেই ব্যাংক কর্তৃপক্ষ কিছুদিন পরে চৌগাছার অন্য একজনকে নতুন এজেন্ট নিয়োগ করেছেন। বর্তমানে তিনি শহরের ধনী প্লাজায় এজেন্ট শাখার কার্যক্রম চালাচ্ছেন।

এসময় ভুক্তভোগি আমেনা খাতুন, হাফিজুর রহমান, শামীমা নাছরিন, খাদিজা খাতুন, মাজহারুল ইসলাম, আয়েশা খাতুন, তাজিমুল ইসলামসহ অভিযোগকারি ১৭জন উপস্থিত ছিলেন।

সিটি ব্যাংকের এজেন্ট ব্যাংকিংয়ের নড়াইল ও যশোর জেলার ব্যবস্থাপক আবু জাফর বলেন, তাঁদের কাছ থেকে টাকা নেয়ার বিষয়টি আমি বা ব্যাংক কর্তৃপক্ষ অবহিত নয়। কারন তাদের নিয়োগের বছর খানেক পরে আমি যোগদান করেছি।

চৌগাছা থানার ওসি সাইফুল ইসলাম সবুজ বলেন, এ বিষয়ে ১৭ জন ভুক্তভোগির লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে মামলা নথিভুক্ত করা হবে।