সুইজারল্যান্ডে গির্জায় ইফতার এক অনন্য দৃষ্টান্ত

0
368

ম্যাগপাই নিউজ ডেস্ক: সুইজারল্যান্ডের জেনেভায় গির্জার ভেতরে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করে অন্যন্য দৃষ্টান্ত স্থাপন করলেন সুইজারল্যান্ডে বসবাসরত বাংলাদেশি মুসলিম সম্প্রদায়। রবিবার জেনেভায় এই ভিন্নধর্মী এই ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

এদিন জেনেভায় বসবাসকারী সকল স্তরের জনগণ ইফতার মাহফিলে যোগদান করেন।

বাংলাদেশ ক্লাবের সভাপতি জানান, বিশ্বের বিভিন্ন দেশে যখন মুসলিম নামধারীর জঙ্গিগোষ্ঠীগুলো সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত- সেখানে আমাদের এই আয়োজন জাতি-ধর্ম-বর্ণ ভেদাভেদ ভুলে এক অন্যান্য দৃষ্টান্ত স্থাপনের চেষ্টা মাত্র।

১৯০৯ সালে জেনেভার প্রাণকেন্দ্রে প্রতিষ্ঠিত জিন কালভিন গির্জার পাদ্রী মসিউ নিকোলাসকে ধন্যবাদ জানান আয়োজক কমিটি- কেননা, তিনি বিভিন্ন ধর্মের মানুষের সাথে সেতুবন্ধনের সুযোগ করে দিয়েছেন।

এ অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন বাংলাদেশ ক্লাবের সভাপতি আমজাদ চৌধুরী ও সাধারণ সম্পাদক মশিউর রহমান সুমনসহ শাহ আলম, নিজাম উদ্দীন, সাহাদাত হোসেন, স্বপন প্রমুখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here