সেই বৃক্ষই বাংলাদেশ

0
496

মুস্তাক মুহাম্মদ 

১৯৭১, ২৫মার্চ, মধ্য রাত

সাজারু-ট্যাঙ্ক, সারি সারি সৈন্যদের গাড়ি

ছেয়ে গেছে ঢাকার রাজপথ, থমথমে চারপাশ।

হন্যে হয়েছে পাক হানাদার-

খুঁজছে স্বাধীন বাংলার মাথাদের।

হানাদারেরা ডাকাতের মত তালাবদ্ধ গেট ভেঙে

রক্তের সাগর ভাসিয়ে দিল!

কিন্তু শরীর নশ্বর হলেও স্বাধীনতা অবিনশ্বর

স্বাধীন বাংলার সেই বীজ ঠিকই ন’ মাসে

পরিপূর্ণ হয়ে অঙ্কুরোদগম হয়েছিলো।

সেই বৃক্ষই বাংলাদেশ

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here