সোহেল রানার অকাল প্রয়াণে বাঘারপাড়ায় শোকের ছায়া

0
1518

নিজস্ব প্রতিবেদক, বাঘারপাড়া(যশোর): না ফেরার দেশে চলে গেলেন বাঘারপাড়াবাসীর প্রিয় মুখ,পৌর যুবলীগের যুগ্ম আহবায়ক সোহেল রানা (৩৭) । সোমবার ভোর ৬ টার দিকে ঢাকার সিরাজ খালেদা মেমোরিয়াল ক্যান্টনমেন্ট বোর্ড জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। ইন্নালিল্লাহি…রাজেউন। অভিজাত এ হাসপাতালে তিনি মাসাধিকাল চিকিৎসাধীন ছিলেন। সোহেল রানা ব্লাড ক্যানসারে ভুগছিলেন বলে তার স্বজনরা জানিয়েছেন।

এদিকে বাঘারপাড়াবাসীর প্রিয় মুখ,সদালাপি এ যুবকের অকাল মৃত্যুতে গোটা বাঘারপাড়াজুড়ে নেমে এসেছে শোকের ছায়া। সোমবার বিকাল সাড়ে ৫ টায় তার মরদেহ বাঘারপাড়ার দোহাকুলা নিজ বাড়িতে পৌঁছালে এক হৃদয় বিদারক দৃশ্যের সৃষ্টি হয়। সেখানে জড়ো হয় বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ,জনপ্রতিনিধিসহ কয়েক হাজার মানুষ। মাগরিব বাদ দোহাকুলা ঈদগাহ মাঠে মরহুমের জানাযা অনুষ্ঠিত হয়। জানাযায় অংশ নেন যশোর জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক শাহীন চাকলাদারের পক্ষে জেলা আওয়ামীলীগ নেতা নাজমুল ইসলাম কাজল ও অধ্যক্ষ আজগর আলী এবং ফন্টু চাকলাদার,বাঘারপাড়া উপজেলা চেয়ারম্যান মশিয়ূর রহমান,পৌর মেয়র কামরুজ্জামান বাচ্চু,সাবেক উপজেলা চেয়ারম্যান আবু তাহের সিদ্দিকী,সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুর রউফ,উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার হাসান আলী,সাবেক কমান্ডার ছদর উদ্দীন ও আব্দুল আজিজ বিশ্বাস,সাবেক পৌর মেয়র আব্দুল হাই মনা,সহ বিভিন্ন রাজনৈতিক সংগঠনের উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ, স্থানীয় কয়েক হাজার মানুষ। জানাযা শেষে তাকে পাররিবারিক কবরস্থানে দাফন করা হয়। এদিকে বাঘারপাড়া পৌর যুবলীগের যুগ্ন আহবায়ক সোহেল রানার অকাল মৃত্যুতে শোক প্রকাশ ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন যশোর-৪ নির্বাচনী এলাকার সংসদ সদস্য রনজিৎ কুমার রায়। একই সাথে শোক বিবৃতি দিয়েছেন কেন্দ্রীয় আওয়ামীলীগের সাবেক উপ-কমিটির সহ-সম্পাদক এসএম আলমগীর হাসান রাজীব,উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারন সম্পাদক সোলায়মান হোসেন বিশ্বাস, যশোর জেলা পরিষদের ৮ নং ওয়ার্ড সদস্য ইঞ্জিনিয়ার বিপুল ফারাজী,উপজেলা যুবলীগের আহবায়ক রাজিব রায়,যুগ্ন আহবায়ক ও পৌর কাউন্সিলর জুলফিকার আলী জুলাই প্রমূখ। উল্লেখ্য সোহেল রানা বাঘারপাড়া উপজেলার ধূপখালি গ্রামের মরহুম মাস্টার জমির উদ্দীনের কনিষ্ঠ পুত্র। একই সাথে যশোর জেলা যুবলীগের সাবেক সভাপতি শওকত আলীর শ্যালক।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here