স্কুল-কলেজের শিক্ষার্থীদের মুক্তিযুদ্ধের চেতনা উজ্জীবিত করতে যশোরে প্রামান্য চলচ্চিত্র প্রদর্শন

0
588

নিজস্ব প্রতিবেদক : আগামী প্রজন্মের শিশুদেরকে স্বাধিকার থেকে স্বাধীনতা আন্দোলন তথা মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জ্বীবিত করতে মুক্তিযুদ্ধ যাদুঘর যশোর অঞ্চলে বিভিন্ন স্কুল-কলেজে ভ্রাম্যমান প্রামান্য চলচ্চিত্র প্রদর্শন করেছে। গত ৪ নভেম্বর থেকে শুরু হওয়া এই প্রামান্য চলচিত্র প্রদর্শন কার্যক্রম গতকাল শেষ হয়েছে।
মুক্তিযুদ্ধ জাদুঘরের এডুকেশন প্রোগ্রামের কো-অডিনেটর রনজিত কুমারের নেতৃত্বে প্রামান্য চলচিত্র প্রদর্শন দলটি সোমবার সকালে যশোর সরকারী মাইকেল মধুসূধন মহাবিদ্যালয়ে আলোচনা সভা ও প্রামান্য চলচিত্র প্রদর্শনের মধ্যদিয়ে যশোরে এই প্রামান্য চলচিত্র প্রদর্শন কার্যক্রম সমাপ্ত হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন মুক্তিযুদ্ধ জাদুঘরের এডুকেশন প্রোগ্রামের কোঅডিনেটর রনজিত কুমার। এসময় বক্তব্য রাখেন যশোর সরকারী মাইকেল মধুসূধন মহাবিদ্যালয়ের অধ্যক্ষ প্রফেসর মিজানুর রহমান, সদর উপজেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মোহাম্মদ আলী স্বপন প্রমুখ।
৪৭ সালের দেশ ভাগ, ৫২ সালের ভাষা আন্দোলন, ৫৮ সালের যুক্তফ্রন্ট নির্বাচন, ৬৯ সালের গন অভ্যুত্থান, ৭১ সালের মুক্তিযুদ্ধের উপর এই প্রামান্য চলচিত্র প্রদর্শন করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here