স্ত্রী হত্যার দায়ে স্বামী প্রিন্সের ৩দিনের রিমান্ড মজ্ঞুর

0
385

নিজস্ব প্রতিবেদক : যশোরে তাসফিয়া খাতুন বৃষ্টি (২৫) নামে এক গৃহবধুর রহস্য জনক মৃত্যুর ঘটনায় তার স্বামী ছদরুল আলম প্রিন্সকে জিজ্ঞাসাবাদের জন্য ৩ দিনের রিমান্ড মজ্ঞুর করেছেন বিজ্ঞ জুপিশিয়াল ম্যাজিট্্রট আদালত।
প্রিন্স গত ৪ এপ্রিল বিজ্ঞ আদালতে আতœসমার্পন করলে আদালত তার জামিন না মজ্ঞুর করে জেল হাজতে প্রেরনের নির্দেশ দেন। পরবর্তিতে মঙ্গলবার মামলার তদন্তকারি কর্মকর্তা বাঘারপাড়া থানার অফিসার ইনচার্জ শেখ মতিয়ার রহমান প্রিন্সকে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে ৩দিনের রিমান্ডের আবেদন করলে আদালত শুনানী শেষে তাকে জেলগেটে জিজ্ঞাসা বাদের জন্য ৩ দিনের রিমান্ড মজ্ঞুর করেন। গত ১৬ ফেব্রয়ারি সন্ধায় তার স্বামীর বাড়িতে গৃহবধুর রহস্য জনক মৃত্যু হয়। এব্যাপারে তাসফিয়ার পিতা আসলাম হোসেন বাদি হয়ে ১৭ এপ্রিল বাঘারপাড়া থানায় তার স্বামীকে প্রধান আসামী করে ৫ জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন। তাসফিয়া খাতুন যশোর সদরের বারান্দিপাড়া কদমতলার আসলাম হোসেনর কন্যা। তাসফিয়ার পাশ্ববর্তি বাঘারপাড়া উপজেলার ছাতিয়ানতলা বধোপুর গ্রামের তহিদুল ইসলামের ছেলে ছদরুল আলমের সাথে পারিবারিক ভাবে বিবাহ হয়। বাঘারপাড়া থানার অফিসার ইনজার্চ শেখ মতিয়ার রহমান জানান, মামলার তদন্তের স্বার্থে প্রিন্সকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডে আনা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here