স্বপ্নের জাল বোনা বাকি আছে পরীর

0
452

জলসা ডেক্স : স্বপ্ন দেখতে কে না ভালোবাসে। সাধারণ জনতা থেকে শুরু করে রুপালি জগতের তারকারাও স্বপ্নের পেছনে ছুটেন। কেউ কেউ আবার তা নিয়ে জাল বোনাও শুরু করেন। তবে সবকিছু ঠিক থাকলে দুই তিন দিনের মধ্যে স্বপ্নের এই জাল বোনা শেষ হবে পরীমণির। বলছি, গিয়াসউদ্দিন সেলিম পরিচালিত ‘স্বপ্ন জাল’ ছবির কথা।

গত ১৬ জানুয়ারি ক্যামেরা ক্লোজড হয় ছবিটির শ্যুটিং পর্বের। কিন্তু রবীন্দ্রনাথের ছোটগল্পের মতো ‘শেষ হইয়্যাও হইল না শেষ’ অবস্থা হয়ে দাঁড়িয়েছে। কিছু শর্ট বাকি ছিল, উপযুক্ত পরিবেশ ও প্রতিকূল আবহাওয়ার কারণে নির্মাতা শর্টগুলো নিতে পারেননি। এখন বাকি শর্টগুলোই নেওয়া হবে। ঢাকার বাইরে আউটডোরে এই কার্যক্রম সম্পন্ন হবে।

পরীমণি বলেন, এই টেকগুলো শেষ হয়ে গেলেই ডাবিং শুরু করবো ছবিটির।

গত বছরের ফেব্রুয়ারিতে চাঁদপুরে ক্যামেরা অন হয় ‘স্বপ্নজাল’ এর। প্রায় এক মাস শ্যুটিংয়ের পর অক্টোবরের শেষে গোটা ইউনিট যায় কলকাতায়। টানা ১২ দিন শুটিং হয় সেখানে। কলকাতার বেশ কয়েকটি স্পটে ক্যামেরাবন্দি হয় ছবিটির গুরুত্বপূর্ণ দৃশ্য। সেসময় ওপার বাংলার বেশ কয়েকজন অভিনেতা-অভিনেত্রীও অংশ নেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here