স্বাস্থ্যবিধি মেনেই বায়তুল মোকাররমে জুমআ আদায়

0
291

অনলাইন ডেস্ক : করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে জনসমাগম এড়িয়ে চলতে দেশব্যাপী মসজিদে নামাজ আদায়ের উপর বিধিনিষেধ জারি করে সরকার। তবে প্রায় এক মাস পর মসজিদে নামাজ পড়ার ওপর শর্তসাপেক্ষে বিধিনিষেধ তুলে নেয়ায় জুমআর নামাজ আদায় করলেন দেশবাসী।

সাধারণের জন্য খুলে দেয়ার পর রোজায় আজই ছিল প্রথম জুমআ। তাই শুক্রবার জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে মুসল্লিদের ভিড় দেখা গেছে।

দেখা গেছে, নামাজ পড়তে আসা মুসল্লিদের জন্য বসানো হয়েছিল জীবাণুনাশক অটোমেটিক স্প্রে মেশিন। প্রবেশের আগে সবার হাত ধোয়ানো হচ্ছে। সেই সঙ্গে মাস্ক পরছেন কি না সেটা নিশ্চিত হয়েই মসজিদে প্রবেশ করতে দেয়া হচ্ছে। আর নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে নামাজ পড়েছেন সবাই। দায়িত্বরত ব্যক্তিরা সব বিধিনিষেধ কঠোরভাবে পালন করতে মুসল্লিদের বাধ্য করেন। স্বাস্থ্যবিধি মেনেই জুমআর নামাজ আদায় করেন মুসল্লিরা।
কয়েক সপ্তাহ পর জাতীয় মসজিদে জুমার নামাজ আদায় করেই অনেকে শুকরিয়া আদায় করেছেন। সঙ্গে সঙ্গে এই মহামারি থেকে জাতি যে মুক্তি পায় সেজন্য দোয়া করেছেন বলে অনেক মুসল্লি জানিয়েছেন।