স্বাস্থ্য অধিদপ্তরের নিয়ম কানুন না মেনে যশোর জেলায় গজে উঠছে বেসরকারি হাসপাতাল,ক্লিনিক ও ডায়াগনষ্টিক সেন্টার

0
458

এম আর রকি : স্বাস্থ্য অধিদপ্তরের নিয়ম কানুন না মেনে যশোর জেলায় গজে উঠছে বেসরকারি হাসপাতাল,ক্লিনিক ও মানুষ ঠকানো বিভিন্ন ডায়াগনষ্টিক সেন্টার। স্বাস্থ্য বিভাগে আবেদন করে রাতারাতি গড়ে তুলেছে তাদের অসহায়ত্বর সুযোগ নিয়ে গলাকাটা প্রতিষ্ঠান। প্রতিদিন এই সব প্রতিষ্ঠান থেকে নানান অভিযোগ আসে। যশোরসহ দেশের বিভিন্ন পত্র পত্রিকায় খবর প্রকাশ হলেও কর্তৃপক্ষ সময় উপযোগী ব্যবস্থা গ্রহনের অভাবে পুনরায় একই নিয়ম চালু করছে তারা। যার ফলে স্বাস্থ্য বিভাগের এই কর্মকান্ড এখন অনিয়ম নিয়মের পরিনত হয়ে পড়েছে।
যশোর সিভিল সার্জন অফিস সূত্রে জানাগেছে,যশোর জেলার ৮ উপজেলা ও বেনাপোল পৌরসভা এলাকায় গড়ে উঠেছে বিভিন্ন প্রায় পাঁচ শতাধিক বেসরকারি হাসপাতাল,ক্লিনিক ও ডায়াগনষ্টিক সেন্টার। মানুষের জীবন মরণের সুযোগ নিয়ে গজে উঠার বেসরকারি হাসপাতাল,ক্লিনিক ও বিভিন্ন ডায়াগনষ্টিক সেন্টার গুলিতে সরকারি হাসপাতালের চিকিৎসকদের বিভিন্ন নামে ডিগ্রী লেখা সাইন বোর্ড ঝুলতে দেখা যায়। সরকারি হাসপাতালে চিকিৎসার অবহেলার সুযোগে বেসরকারি প্রতিষ্ঠানের অর্থলোভী মানুষেরা রোগে আক্রান্ত নারী পুরুষ,শিশুদেরকে জিম্মি করে হাতিয়ে নিচ্ছে হাজার থেকে লাখ টাকা। দেখার কেউ নেই।তাছাড়া,অনবিজ্ঞ চিকিৎসকগন রোগীদের বিভিন্ন পরীক্ষা দিচ্ছে অপ্রয়োজনীয় ভাবে। বেরসরকারি হাসপাতাল,ক্লিনিক ও ডায়াগনষ্টিক সেন্টার গুলোতে যারা দায়িত্ব পালন করছেন তাদের অধিকাংশরাই অর্থলোভী। সরকারী হাসপাতালের চিকিৎসকদের ডিগ্রী ধারী উল্লেখ করে সাইন বোর্ড ঝুলিয়ে সরকারী হাসপাতাল থেকে দালালের মাধ্যমে রোগী ভাগিয়ে নিয়ে বেসরকারি হাসপাতাল ও ক্লিনিক গুলোতে তোলা হচ্ছে। বেরসরকারি হাসপাতাল,ক্লিনিক ও ডায়াগনষ্টিক সেন্টার গুলোতে রোগীদের তোলার সাথে সাথে চিকিৎসকগন অপ্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষা,এক্সরে,আল্ট্রাসনো,ইসিজি লিখে প্রথম পর্যায় ব্যবসা বাণিজ্য শুরু করেন। তার পর ঔষদপত্র লেখেন। তারা পরীক্ষা নিরীক্ষার রিপোর্ট পাওয়ার পর যে সব ঔষধ পত্র লেখেন সে গুলি রোগী দেখার শুরুতে কিংবা ভর্তির পর লিখে থাকেন। ফলে পরীক্ষা নিরীক্ষা লিখে বেসরকারি হাসপাতাল,ক্লিনিক ও ডায়াগনষ্টিক সেন্টারের মালিককে অর্থ উপার্জনের ব্যবস্থা করে দিয়েছেন। বাকী রোগীর সাক্ষাত ফি বাবদ উক্ত চিকিৎসকগন পূর্ব নির্ধারিত নতুন ও পুরাতন রোগীর ক্ষেত্রে টাকা গ্রহন করে থাকেন।সূত্রগুলো বলেছেন,চিকিৎসক গন সরকারী প্রতিষ্ঠানে দায়িত্ব পালনের সুযোগে রোগীদের পরীক্ষা নিরীক্ষা বাবদ বাইরে বেরসরকারি হাসপাতাল,ক্লিনিক ও ডায়াগনষ্টিক সেন্টারগুলো হতে কমিশন পেয়ে থাকেন। প্রতি মাসে বেসরকারি হাসপাতাল,ক্লিনিক ও ডায়াগনষ্টিক সেন্টার গুলো হতে অনেক চিকিৎসক নূন্যতম ১লাখের অধিক উপার্জন করেন এই খাত থেকে। সূত্রগুলো আরো বলেছেন, বেসরকারি হাসপাতাল,ক্লিনিক ও ডায়াগনষ্টিক সেন্টারের মালিকেরা সরকারি হাসপাতালের চিকিৎসকদের পুঁজি করে রোগীদের কাছ থেকে ইচ্ছা খুশি পরিমান অর্থ হাতিয়ে নিচ্ছে। যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালকে কেন্দ্র করে তার সামনে ও আশ পাশে গড়ে উঠেছে প্রায় অর্ধ শত বেসরকারি হাসপাতাল,ক্লিনিক ও ডায়াগনষ্টিক সেন্টার। খোঁজ খবর নিয়ে জানাগেছে,অধিকাংশ এই সব প্রতিষ্ঠানে সরকারী অনুমোদন নাই। শুধু মাত্র অন লাইনে আবেদন জমা দিয়ে কয়েকটি প্রতিষ্ঠান তাদের ব্যবসা পরিচালনা করছেন। অনেকে অন লাইনে কাগজপত্র প্রস্তুত করে গলাকাটা ব্যবসা ফুল দমে শুরু করে লোক ঠকানো ব্যবসা চালিয়ে যাচ্ছে। বেসরকারি হাসপাতাল,ক্লিনিক ও ডায়াগনষ্টিক সেন্টারে চিকিৎসা ও পরীক্ষা নিরীক্ষা করে অনেক রোগী নানা জটিলরোগে আক্রান্ত হয়েছেন। অনেকে মৃত্যুর মুখে ঢলে পড়েছেন। এই সময় বেসরকারি হাসপাতালের মধ্যে বন্ধন,মাতৃসেবা (পুরাতন নূর মহল হাসপাতাল)সহ জেলায় প্রায় ৫০টির অধিক। ভূক্তভোগীরা এই সব অবৈধভাবে গড়ে ওঠা বেসরকারি হাসপাতাল,ক্লিনিক ও ডায়াগনষ্টিক সেন্টার বন্ধের জন্য স্বাস্থ্য মন্ত্রীসহ খোদ প্রধান মন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন।