স্যামসাংয়ের নিজস্ব অপারেটিং সিস্টেমের ফোন

0
388

প্রযুক্তি ডেস্ক : বাজারে এলো স্যামসাংয়ের নিজস্ব অপারেটিং সিস্টেম টাইজেন পাওয়ার ফোন। ফোনটির মডেল জেড ফোর। এটি ভারতের বাজারে পাওয়া যাচ্ছে। দেশটির বাজারে এই ফোনটির মূল্য ৫ হাজার ৭৯০ রুপি। গ্লোল্ড ব্যাক কভারে ফোনটি ১৯ মে থেকে ভারতজুড়ে পাওয়া যাবে।

স্যামসাং জেড ফোর ফোরজি নেটওয়ার্ক সমর্থন করে। এতে আছে ৪.৫ ইঞ্চির ডব্লিউভিজিএ ডিসপ্লে। ডিসপ্লের রেজুলেশন ৪৮০×৮০০ পিক্সেল।

১ জিবি র‌্যামের এই ফোনটিতে ১.৫ গিগাহার্জের কোয়াড কোর প্রসেসর ব্যবহার করা হয়েছে। এর বিল্টইন মেমোরি ৮ জিবি। মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে মেমোরি ১২৮ জিবি পর্যন্ত বাড়ানো যাবে।

ডিভাইসটিতে ৫ মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা আছে। রিয়ারে ডুয়েল এলইডি ফ্লাশগান ব্যবহার করা হয়েছে। এর সেলফি ক্যামেরাও ৫ মেগাপিক্সেলের।

ক্যামেরায় বিউটি মোড, লাইভ ফিল্টার এবং প্রোফাইল টেমপ্লেট ব্যবহার করার সুযোগ আছে। ফোনটির ব্যাটারি ২০৫০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের।

নেটওয়ার্ক কানেকটিভিটি হিসেবে জেড ফোর ফোনটিতে আছে ওয়াইফাই, ব্লটুথ, ইউএসবি এবং জিপিএস।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here