হজ ফ্লাইট ২৪ জুলাই থেকে ২৬ আগস্ট : মেনন

0
357

নিজস্ব প্রতিবেদক: হজ ফ্লাইট ২৪ জুলাই থেকে শুরু হয়ে ২৬ আগস্ট পর্যন্ত চলবে বলে নিশ্চিত করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন।

আজ মঙ্গলবার সচিবালয়ে আন্তঃমন্ত্রণালয়ে হজসংক্রান্ত এক সভায় এসব তথ্য জানান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন।

এ বছর এক লাখ ২৭ হাজার ১৯৮ জন হজ যাত্রী বাংলাদেশ থেকে সৌদি আরব যাচ্ছে বলে জানা গেছে। সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় চূড়ান্তভাবে নিবন্ধিত সব হজযাত্রীকেই স্বাস্থ্য সনদ ও টিকা নিতে হবে। স্বাস্থ্য সনদটি বিমানবন্দরে প্রদর্শনের জন্য যাত্রীদের সংরক্ষণ করতে হবে।

যাত্রী পরিবহন করবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ও সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইন্স। ওই দুই এয়ারলাইন্স সমান অনুপাতে যাত্রী পরিবহন করবে।

আর এবার ফিরতি হজ ফ্লাইট শুরু ৬ সেপ্টেম্বর এবং শেষ হবে ৫ অক্টোবর। এ ছাড়া মদিনা থেকে ৪টি ফ্লাইট পরিচালনা করা হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here