হামলা হলে আমরা ৫২ জায়গায় আঘাত হানবো: ট্রাম্প

0
319

ম্যাগপাই নিউজ ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, জেনারেল কাসেম সোলায়মানিকে হত্যার কারণে ইরান যদি হামলা চালায় তাহলে আমরা ইরানের ৫২টি গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা চালাবো। গতকাল শনিবার টুইটার পোস্টে প্রেসিডেন্ট ট্রাম্প এই জঘন্য বক্তব্য দিয়েছেন।

ইরানের ৫২ টি গুরুত্বপূর্ণ জায়গা চিহ্নিত করা বলতে ১৯৭৯ সালে ইরানে মার্কিন দূতাবাসে ৫২ জন জিম্মির কথা ইঙ্গিত করেছেন।

শুক্রবার ভোরে ইরাকের রাজধানী বাগদাদের আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে জেনারেল সোলায়মানিকে মার্কিন ড্রোন থেকে রকেট নিক্ষেপ করে হত্যা করা হয়। এরপর ইরানের শীর্ষ পর্যায়ের নেতৃত্ব থেকে এ হত্যাকাণ্ডের বিরুদ্ধে কঠোর প্রতিশোধ নেয়ার অঙ্গীকার ব্যক্ত করা হয়েছে। এরপর প্রেসিডেন্ট ট্রাম্প এই হুমকি দিলেন।

জেনারেল সোলায়মানির হত্যার পর সারা বিশ্বে এমনকি আমেরিকার ভেতরেও তীব্র প্রতিবাদ হচ্ছে এবং শীর্ষ পর্যায়ের এমন সামরিক ব্যক্তিত্বকে হত্যা করার ব্যাপারে ডোনাল্ড ট্রাম্পের নির্দেশের বিষয়ে সমালোচনার ঝড় উঠেছে।

জেনারেল সোলায়মানিকে হত্যার পর যখন সারাবিশ্বের নেতারা ইরান এবং আমেরিকাকে ধৈর্য ধারণ করার আহ্বান জানাচ্ছেন তখন প্রেসিডেন্ট ট্রাম্প নতুন করে হামলার হুমকি দিচ্ছেন।#