হারিয়ে যাচ্ছে গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী গরুরগাড়ী

0
1395

উত্তম চক্তবর্তী : ওকি গাড়িয়াল ভাই,কত রবো আমি পন্থের দিকে চাইয়ারে-হাঁকাও গাড়ি “জনপ্রিয় গ্রাম-বাংলার কবি জসিম উদ্দিনের এই গানাটি এখন আর শোনাই যায়না৷তেমনি গ্রাম-বাংলার প্রাণাপ্রিয় ঐতিহ্যবাহী গরুরগাড়ী যশোরের মনিরামপুর উপজেলা থেকে একেবারেই হারিয়ে যেতে বসেছে৷মাঝে-মধ্যে যদি এ গুলো চোখে পড়ে,তা একেবারেই জরাজীর্ণ অকেজো প্রায়৷আধুনিক সভ্যতার যান্রিকতার গ্যাঁড়াকলে গ্রাম-বাংলার সেই পুরোনো ঐতিহ্য গরুরগাড়ী হারিয়ে যেতে বসেছে৷এ কারণে উপজেলায় ছেলে-মেয়েরা তো দূরের কথা,বর্তমানে গ্রামের ছেলে-মেয়েরাও গরুগাড়ীর শব্দটির সাথে পরিচিত নয়৷গ্রামের বয়োবৃদ্ধরা জানান,আগের যুগে বিয়ে বাড়ি বা মালামাল পরিবহনে গরুরগাড়ি ছিলো একমাত্র মাধ্যম বা ভরসা৷গরুর গলায় ঘন্টা লাগিয়ে গাড়ীতে ছই উঠিয়ে ওইসব গরুরগাড়ি বিয়েতে বর-করে, বরযাত্রী বহনের একমাত্র যান হিসেবে ব্যবহ্নত হতো৷এছাড়াও সকল গৃহস্থ বাড়িতে দেখা যেতো এই গরুগাড়ি৷ জমির ধান কাটার পর সেই ধান আনা হতো গরুগাড়িতে৷যাত্রীসেবায়ও প্রত্যন্ত অঞ্চলে সর্বত্র ব্যবহ্নত হতো ওই গরুরগাড়ী৷এক সময় ভাড়ায়ও পাওয়া যেতো গরুচালিত ওই যান৷কালের আবর্তে এখন আর গরুগাড়ী নেই বললেই চলে৷গরুগাড়ী এখন শুধুই স্মৃতি৷যান্রিক যুগে এসে সেই প্রাণপ্রিয় গরুগাড়ী এখন বিলুপ্ত প্রায়৷

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here