হালখাতা

0
759

লেখক- এস ইবাদুল ইসলাম

আজ পহেলা বৈশাখ
নতুন দিনের সু-প্রভাত
নতুন দিনের প্রথম সূর্য্যালোক
নতুন জীবনের নতুন হালখাতার উন্মোচন
নতুন জীবনের বুক ভরা আশা আকাংখার
হিসাব নিকাশের পথ চলা
নতুন জীবনের ময়ুরপঙ্খী কল্পনা আল্পনার
প্রেমাসক্তি জীবনের কথা বলা।
এ শুধু নতুন বর্ষের হিসাব নিকাশের
হালখাতার মোড়ক উন্মোচন নয়
আমি তো খুললাম-চির নতুন
এক ভালবাসা প্রেম প্রীতির মিলন
সেই মায়া সোহার্দ মমতা
ভ্রাতৃত্বের সেতু বন্ধন
কঠিন শপথের সূচনার
উত্তম উজ্জ্বল সু-প্রভাত-
সেই প্রেম ভালবাসা, সেই ভালবাসার
নেই কোন স্বতন্দ্র জাত।
মূলত পহেলা বৈশাখ
বাঙ্গালি জীবন বোধের
অমর এক অনন্য দলিল দর্পন
আমাদের মনন মগজ
দেহাস্তিত্বের শিরা উপশিরাই
বাঙ্গালিত্ব জীবনের এক
পরম প্রকাশ প্রয়াস
এই নতুন বর্ষের পহেলা বৈশাখ।
প্রতিটি বর্ষেই এই পহেলা বৈশাখ
নিয়ে আসে নতুন গতির অধ্যয়
নিয়ে আসে চির নতুন
এক বাঙ্গালি জীবনের পরিচয়
চির নতুন বৈশাখ খুলে দেয়
নতুন জীবনের হালখাতা
মুছে দেয় জীবনের সমস্ত
দুঃখ কষ্ট বেদনা ব্যর্থতার কথা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here