১২ বছরে পড়লো দৈনিক সমাজের কথা

0
349

স্টাফ রিপোর্টার : ১২ বছরে পড়লো যশোর থেকে প্রকাশিত দৈনিক পত্রিকা সমাজের কথা।
এই উপলক্ষে আজ বিকেলে পত্রিকাটির নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিশিষ্টজনরা উপস্থিত হয়েছিলেন।
বিকেল চারটায় শুরু হয় বর্ষপূর্তি উৎসবের আলোচনা সভা। পত্রিকাটির প্রকাশক ও সম্পাদক শাহীন চাকলাদারের সভাপতিত্বে এই সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ শফিউল আরিফ।
এসময় জেলা প্রশাসক শফিউল আরিফ বলেন, ‘পত্রিকা হচ্ছে সমাজের দর্পণ। অনেক সময় আমরা সরকারি কর্মচারীরা গণমাধ্যমকে ভুল বুঝি। কিন্তু এটাও সত্য গণমাধ্যমই সত্য অনুসন্ধান করতে পারে। যার মাধ্যমে আমরা প্রকৃত সত্য জানতে পারি।’
তিনি আরো বলেন, ‘দৈনিক সমাজের কথা ১২ বছরে পর্দাপণ করেছে। এতেই বোঝা যায় পত্রিকাটি পাঠকপ্রিয়তা। তা না হলে এতো বছর একটি পত্রিকা টিকে থাকতে পারে না। পত্রিকাটি ভবিষ্যতে মানুষের কল্যাণে সত্য অনুসন্ধানে আরো বেশি ভূমিকা রাখবে বলে আমি আশা করছি।’
এরপর পত্রিকার সম্পাদক ও প্রকাশক শাহীন চাকলাদার অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক শফিউল আরিফ, জাসদের কেন্দ্রীয় কার্যকরী সভাপতি রবিউল আলম, জেলা সিপিবির সাধারণ সম্পাদক এলাহদাদ খান, শাহ্জালাল ইসলামী ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট সাহীদুর রহমান, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, পূজা উদযাপন পরিষদের সভাপতি অসীমকুমার কুণ্ডু, যশোর বাস ও মিনিবাস মালিক সমিতির সভাপতি আলী আকবরসহ আমন্ত্রিত অতিথিদের নিয়ে সমাজের কথার ১১ বছর পূর্তি উৎসবের কেক কাটেন। পরে সেক্টর কমান্ডারস ফোরাম, যশোর জেলা আওয়ামী লীগ, জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি-সিপিবি, জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট-এনডিএফ, জাতীয় গণতান্ত্রিক পার্টি-জাগপা, জেলা ক্রীড়া সংস্থা, জাতীয় মহিলা পরিষদ, জনউদ্যোগ, জেলা পূজা উদযাপন পরিষদ, প্রেসক্লাব যশোর, যশোর সাংবাদিক ইউনিয়ন, সাংবাদিক ইউনিয়ন যশোর, যশোর জেলা সাংবাদিক ইউনিয়ন, দৈনিক গ্রামের কাগজ, দৈনিক লোকসমাজ, দৈনিক প্রতিদিনের কথা, দৈনিক কল্যাণ দৈনিক যশোর, স্বপ্নদেখো সমাজকল্যাণ সংস্থা, মাইকেল মধুসূদন ডিবেট ফেডারেশনসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতারা দৈনিক সমাজের কথার যুগপূর্তিতে ফুল দিয়ে শুভ কামনা জানান।