১৬তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার প্রশ্ন সমাধান

0
506

নিজস্ব প্রতিবেদক : ১৬তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার প্রথম ধাপ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩০ আগস্ট) সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত স্কুল ও স্কুল পর্যায়-২ এর প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এছাড়া বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত কলেজ পর্যায়ের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হওয়া কথা রয়েছে।

এদিকে আজকের পরীক্ষার প্রশ্ন সম্পর্কে জানতে চাইলে একাধিক পরীক্ষার্থী জানান, প্রশ্ন তুলনামূলক সহজ হয়েছে। তারপরও যেহেতু প্রতিযোগীর সংখ্যা বেশি; তাই যোগ্য ও দক্ষরাই টিকবে।

আব্দুল আলীম নামে এক শিক্ষার্থী জানান, যতটা কঠিন ধারণা ছিল ততটা হয়নি, স্ট্যান্ডার্ড প্রশ্ন বলা যায়; যেখানে কঠিন-সহজের মিশ্রণ ছিল।

প্রশ্নের সমাধান-

বাংলা অংশ

১. চলিত রীতির প্রবর্তক- প্রমথ চৌধুরী

২.পরাশ্রয়ী বর্ণ- ৩

৩. ষত্ব বিধানে- পোশাক

৪. দিব + লোক

৫. ন ত্ব খারে না- অগ্রনায়ক

৬. পুকুরে মাছ আছে- ভাবাধিকরণ

৭. ক্রিয়া বা ধাতুর পর প্রত্যয় হয়ে কৃৎ প্রত্যায় হয়

৮. ভাবে সপ্তমী- চন্দ্রোদয়ে কুমুদিনি বিকশিত হয়

৯. সম্মুখ অগ্রসর হয়ে অভ্যর্থনা- প্রতুৎদগমন

১০. পেয়ারা- পর্তুগিজ

১১. তামার বিষ- অর্থের কু প্রভাব

১২. গুনহীনের ব্যর্থ আস্ফলন- অসারের তর্জন গর্জন

১৩. পরা- প্রারাভাব

১৪. বীণাপাণি- ব্যাধিকরণ বহুব্রীহি

১৫. বাংলা বর্ণ মালার উৎস- ব্রাক্ষীলিপি

১৬. খ্রিস্টান- ইংরেজি + তৎসম

১৭. call it a day- পুনরায় শুরু করা

১৮. মরি মরি- উচ্ছ্বাস

১৯. সম্বোধন এর পর কমা বসে

২০. book post- খোলা ডাক

২১. দেশি শব্দ- গঞ্জ

২২. রুপক কর্মধাীয়- কর পল্লব

২৩. উষ্ণীষ- পাগড়ি

২৪. নাটিকা- ক্ষুদ্রার্থে

২৫. শিরে সংক্রান্তি- আসন্ন বিপদ
সাধারণ জ্ঞান অংশ

১. বাংলার সর্বপ্রাচীন জনপদের কি? পুণ্ড্র

২. বাঙালি জাতির প্রধান অংশ কোন মূল জাতিগোষ্ঠীর অন্তর্ভুক্ত? অষ্ট্রিক

৩. বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ঐতিহাসিক ৬ দফা ঘোষণা করা হয় ১৯৬৬ সালের? ফেব্রুয়ারি মাসে

৪. সংগ্রাম ও প্রত্যাশা কি? বাংলাদেশের নৌবাহিনীর দুইটি যুদ্ধ জাহাজ

৬. কোথায় প্রথম বিশ্ব নারী সম্মেলন অনুষ্ঠিত হয়? মেক্সিকো

৭. মুজিবনগর সরকারের রাষ্ট্রপতি ছিলেন? বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান

৮. ইউনেস্কোর কততম সম্মেলনে ২১ শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে ঘোষণা করা হয়? ৩০ তম

৯. দুর্যোগ ব্যবস্থাপনায় সাফল্যের জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কোন সংস্থা পুরস্কৃত করে? IFRC

১০. বঙ্গবন্ধু স্যাটেলাইট -১ এর উৎক্ষেপণ দ্বারা বাংলাদেশ বিশ্বের কততম স্যাটেলাইট দেশ হিসাবে আত্মপ্রকাশ করে? ৫৭ তম
১১. ২০১৯ সালের সার্ক সাহিত্য পুরস্কার লাভ করে কে? অধ্যাপক আনিসুজ্জামান

১২. বিশ্ব মানবাধিকার দিবস কবে? ১০ ডিসেম্বর

১৩. SMS এর পূর্ণরূপ কি? SHORT MESSAGE SERVICE.

১৪. বিগ এপেল কোন শহরের নাম? নিউইয়র্ক

১৫. IMF এর সদর দফতর কোথায়? ওয়াশিংটন, ডি. সি

১৬. শ্রীলংকার মুদ্রার নাম কি? রুপি

১৭. বাংলাদেশের জাতীয় পতাকার ডিজাইনার কে? কামরুল হাসান

১৮. ইউনেস্কো বাংলাদেশের কোন গানকে মানবতার ধারক হিসাবে আখ্যায়িত করেন? বাউল গান
১৯. বাংলাদেশের সবচেয়ে বড় প্রাকৃতিক মৎস প্রজনন কেন্দ্র কোনটি? হালদা নদী

২০. নাগরিকের প্রধান কর্তব্য হলো? রাষ্ট্রের প্রতি অনুগত্য প্রকাশ করা

২১. প্রকৃতিতে সব চেয়ে বেশি পাওয়া যায় কোন ধাতু? অ্যালুমিনিয়াম

২২. গাড়ির ব্যাটারিতে কোন এসিড ব্যবহৃত হয়? H2SO4

২৩. ফোকেটিং কোন দেশের আইনসভা? ডেনমার্ক

২৪. বাণিজ্যিকভাবে মৌমাছি পালনকে কি বলে? এপিকালচার

২৫. কোনটি স্থানীয় সরকার নয়? পল্লী বিদ্যুৎ
সাধারণ গণিত ও ইংরেজি সমাধান শিগগিরই আসছে… চোখ রাখুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here