১৬৮ রানে জয় পেয়েছে জাগরণী সংসদ

0
166

যশোরে প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ

নিজস্ব প্রতিবেদক ॥ ব্যাটিং ও বোলিং নৈপূণ্যে ১৬৮ রানে বড় ব্যবধানে জয় পেয়েছে জাগরণী সংসদ। জামাল, শামীম, জয় রাজ ইমনের ব্যাটিং পারফরমেন্সে ২৭৭ রান করে। জবাবে রমেশ কুমার ও অমিত কুমারের বোলিং দাপটে মাত্র ১০৯ রানে গুটিয়ে যায় ন্যাশনাল স্পোর্টিং ক্লাবের ইনিংস। বঙ্গবন্ধু জন্মশত বার্ষিকী রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালস লিমিটেড প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের গতকাল ম্যাচটি অনুষ্ঠিত হয়।

যশোর শামস্-উল-হুদা স্টেডিয়ামে টসে হেরে ব্যাটিংয়ে নামে জাগরণী সংসদ। দলের দুই উদ্বোধনী ব্যাটসম্যান জামাল ও শামীম ১৬ ওভার ৩ বলে ১২২ রানের পার্টনারশিপ গড়েন। পরে রাজিবের বলে সোহেলের হাতে বল দিয়ে ক্যাচ আউটে প্যাভিলনে ফেরেন শামীম। শামীম ৫টি চার ও ৩টি ছয়ের মারে ৫৪ রান করেন। শামীমের আউটের কিছু সময় পরে অর্থাৎ দলীয় ১২৭ রানের সময় অপর উদ্বোধনী ব্যাটসম্যান জামিল রান আউট হয়ে মাঠ ছাড়েন। ৯টি চারের মারে জামিল ব্যক্তিগত ৬২ রান করেন। এর পরে উদ্বোধনী দুই ব্যাটসম্যানের দেখিয়ে যাওয়া পথে খেলে ৪৯ ওভার ২ বলে ১০ উইকেটের বিনিময়ে ২৭৭ রানের ইনিংস গড়ে জাগরণী সংসদ। জাগরণী সংসদের বাকি খেলোয়াড়দের মধ্যে রান করেন জয় রাজ ইমন ৭টি চারে ৫৬, মারুফ ৩০ রান এবং অতিরিক্ত থেকে আসে আরো ২৪ রান।

বল হাতে ন্যাশনাল স্পোর্টিং ক্লাবের রাজিব ৩টি, সোহাগ ৩টি, প্রীতম ১টি, তালিব ১টি ও মানিক ১টি উইকেট দখল করেন। জবাবে বোলিং নৈপূণ্যে ৪১ ওভার ৩ বলে মাত্র ১০৯ রানে গুটিয়ে যায় ন্যাশনাল স্পোর্টিং ক্লাব। তাদের রিমন সর্বোচ্চ ৩১, প্রীতম ১৫, তালিব ১২ রান করেন। এছাড়া কেউ দুই অঙ্কর কোট পেরোতে পারেনি।
জাগরণী সংসদের বল হাতে রমেশ কুমার ৩টি, অতিম কুমার নয়ন ৩টি, সৌমিত ইসলাম মিম ২টি, হাব্বি ১টি, রয় রাজ ইমন ১টি উইকেট নেন। আজকের ম্যাচ ঃ ফাইভ স্টার ক্লাব বনাম আসাদ স্মৃতি সংঘ।