১৭০ রুশ রাজনীতিক ও প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা নিউজিল্যান্ডের

0
211

অনলাইন ডেস্ক : ইউক্রেন ইস্যুতে রাশিয়ার ১৭০ রাজনীতিক ব্যক্তি এবং ৬ প্রতিরক্ষা প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে নিউজিল্যান্ড।

সোমবার কাতারভিত্তিক গণমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ইউক্রেনে সামরিক অভিযানের জেরে শতাধিক রুশ রাজনীতিক ও প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে নিউজিল্যান্ড। ইউক্রেনের বিরুদ্ধে এসব ব্যক্তি ও প্রতিষ্ঠান কাজ করেছে বলে অভিযোগ আনা হয়েছে।
নিউজিল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী নানিয়া মাহুতা ঘোষণা করেছেন, এখন পর্যন্ত ৪০০ রুশ নেতা, ধনকুবের এবং তাদের পরিবারের সদ্যদের ওপর নিষেধাজ্ঞা আনা হয়েছে।

এক বিবৃতিতে পররাষ্ট্রমন্ত্রী নানিয়া মাহুতা জানান, নিষেধাজ্ঞায় তালিকায় থাকা ব্যক্তিদের ‌‘নিউজিল্যান্ডে কার্যকলাপ চালানো থেকে’ নিষিদ্ধ করবে এবং ইউক্রেনে রাশিয়ার বেআইনি কার্যকলাপের সাথে জড়িতদের জন্য নিউজিল্যান্ডকে আর্থিক নিরাপদ আশ্রয়স্থল হতে বাধা প্রতিরোধ করবে।

এর আগেও রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপ করে নিউজিল্যান্ড।

সূত্র: আল-জাজিরা।