১৯৫ মিলিয়ন পাউন্ডে পিএসজিতে নেইমার!

0
642

ক্রীড়া ডেস্ক: ‍দলবদলের বাজারের এখন আলোচনার শীর্ষে নেইমারের বার্সেলোনা ছাড়ার খবর। ব্রাজিলের এক সংবাদমাধ্যমের দাবি, নেইমার বার্সেলোনা ছেড়ে প্যারিস সেইন্ট জার্মেইয়ে চলে যাচ্ছেন। তাদের দাবি, নেইমারকে নাকি একশো পঁচানব্বই মিলিয়ন পাউন্ড দিচ্ছে পিএসজি।

এরপর খবরটি এতটাই দ্রুত ছড়ায় যে আসরে নামতে হয় বার্সেলোনাকে। সাংবাদিক সম্মেলন করে বার্সার সহ-সভাপতিকে জানাতে হয় যে নেইমার বার্সেলোনা ছেড়ে কোথাও যাচ্ছেন না। এমনকি পিএসজিও খবরটিকে গুজব বলে উড়িয়ে দিয়েছে। নেইমারকে নিতে চাইলেও ব্রাজিলিয়ান তারকাকে দেওয়ার মতো অর্থ তাদের নেই বলে দাবি করেছে পিএসজি।

ওদিকে রেকর্ড অর্থে আলভারো মোরাতাকে রিয়াল মাদ্রিদ থেকে ছিনিয়ে নিয়েছে চেলসি।ব্রিটিশ সংবাদ মাধ্যমের দাবি, স্প্যানিশ স্ট্রাইকারের সঙ্গে ৭০ মিলিয়ন পাউন্ড চুক্তি করছে ইংলিশ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন দল। চেলসি ম্যানেজার আন্তোনিও কন্তের প্রথম পছন্দ ছিলেন রোমেলু লুকাকু। কিন্তু ম্যাঞ্চেস্টার ইউনাইটেডে সই করেন তিনি। এ ছাড়াও হাতছাড়া হয়েছে বরুসিয়া ডর্টমুন্ড স্ট্রাইকার পিয়ের এমরিক আবুমেয়ং। এর পরেই মোরাতাকে নেওয়ার জন্য মরিয়া হয়ে ঝাঁপায় চেলসি। স্প্যানিশ স্ট্রাইকারকে নেওয়ার জন্য মরিয়া ছিল ম্যানইউ কর্তৃপক্ষও। কথাবার্তাও প্রায় চূড়ান্ত হয়ে গিয়েছিল। কিন্তু শেষ মুহূর্তে ২৪ বছর বয়সি স্প্যানিশ তারকাকে ছিনিয়ে নিয়ে দল বদলের মরসুমে সেরা চমক দিলেন চেলসি কর্তারা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here