“২০০৮ নির্বাচন পূর্ববর্তী সময়ে প্রধান মন্ত্রী শেখ হাসিনা ডিজিটাল বাংলাদেশের স্বপ্ন দেখিয়েছিলেন”-সাংসদ শেখ আফিল উদ্দিন

0
810

আরিফুজ্জামান আরিফ : শার্শর সাংসদ শেখ আফিল উদ্দিন বলেন’ ২০০৮ নির্বাচন পূর্ববর্তী সময়ে প্রধান মন্ত্রী শেখ হাসিনা ডিজিটাল বাংলাদেশের স্বপ্ন দেখিয়েছিলেন। তখন বিএনপি-জামায়াত কটুক্তি করে অনেক কথাই বলেছিলেন। যা আমাদের মনে আছে। এখন সময় এসেছে তাদের দাঁতভাঙ্গা জবাব দেওয়ার।

সোমবার বেলা ১১টায় শার্শা উপজেলা অডিটরিয়ামে শার্শা উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক মঞ্জুর সভাপতিত্বে এক  সম্বর্ধণায় প্রধাণ অতিথি হিসাবে বক্তব্যে একথা বলেন তিনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন শার্শা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব নুরুজ্জামান, ঝিকরগাছা উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও পৌর মেয়র মোস্তফা কামাল পাশা, সাধারণ সম্পাদক মুছা মাহমুদ, বেনাপোল সিএন্ডএফ এজেন্টস এসোসিয়েশনের সাধারণ সম্পাদক এমদাদুল হক লতা, যশোর জেলা পরিষদ সদস্য অধ্যক্ষ ইব্রাহিম খলিল, অহিদুজ্জামান অহিদ, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আলেয়া ফেরদৌস,ভাইস চেয়ারম্যান মেহেদী হাসান, শার্শা ইউপি চেয়ারম্যান সোহরাব হোসেন, উলাশী ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আয়নাল হক, উপজেলা ছাত্রলীগের সভাপতি আব্দুর রহিম সরদার প্রমুখ।
এছাড়া উপস্থিত ছিলেন বেনাপোল পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব নাসির উদ্দিন, বাগ আঁচড়া ইউপি চেয়ারম্যান ইলিয়াছ কবির বকুল, বেনাপোল ইউপি চেয়ারম্যান আলহাজ্ব বজলুর রহমান, কায়বা ইউপি চেয়ারম্যান হাসান ফিরোজ আহম্মেদ টিংকু, শার্শা উপজেলা আওয়ামীলীগের সাবেক কোষাধ্যক্ষ ওহিদুজ্জামান, পুটখালী ইউপি চেয়ারম্যান হাদিউজ্জামান, শার্শা সদর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোরাদ হোসেন সহ  আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, কৃষকলীগ, সেচ্ছাসেবকলীগের নেতাকর্মীরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here