২০২০-র শেষে বিষে নীল ক্রোয়েশিয়া

0
294

ম্যাগপাই নিউজ ডেস্ক : ২০২০-র কান্না যেন থামছে না আর। বছর শেষে তীব্র ভূমিকম্পে কেঁপে উঠল ক্রোয়েশিয়া। মুহূর্তে ধুলিসাৎ শহর। তাসের ঘরের মতো ভেঙে পড়েছে বড় বড় বিল্ডিং। প্রথমে কেউ মারা যাননি বলে দাবি করা হয়েছিল। কিন্তু ধ্বংসস্তূপ যত সরছে তত দেহ বেরিয়ে আসছে। বাড়ছে মৃতের সংখ্যা। আহত অগণিত।

ভূমিকম্প প্রবণ এলাকা হলেও এই ভয়ঙ্কর পরিস্থিতি গত ১৪০ বছরে কখনও দেখেনি ক্রোয়েশিয়া। রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ছিল ৬.২। এখন পর্যন্ত ভূমিকম্পে ৭ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আশঙ্কাজনক অবস্থায় কমপক্ষে ২০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। উদ্ধারকাজ চালিয়ে যাচ্ছে দেশটির সেনাবাহিনী।

স্থানীয় মিডিয়া বলছে, পেট্রিনজা শহর একেবারে গুঁড়িয়ে দিয়েছে ভূমিকম্প। গৃহহীন অসংখ্য মানুষ। ৫০০টি টেন্ট তৈরি করে তাদের ত্রাণ শিবিরে রাখার ব্যবস্থা করা হয়েছে। ২০ হাজারের মতো বিল্ডিং ক্ষতিগ্রস্ত হয়েছে ক্রোয়েশিয়ায়। ১৮৮০ সালের পর এই ধরনের বড় কোনও ভূমিকম্প হল ক্রোয়েশিয়ায় এমনই মনে করা হচ্ছে। সূত্র : ব্লুমবার্গ ও ওয়ান ইন্ডিয়া।