২১২ রান করলেই বিশ্বকাপের ফাইনালে বাংলাদেশ

0
320

ক্রীড়া ডেস্ক : অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের সেমিফাইনালে বাংলাদেশের বিপক্ষে টস হেরে ব্যাট করতে নেমে ২১১ রান সংগ্রহ করেছে নিউজিল্যান্ড। কিউইদের দেয়া ২১২ রান করতে পারলেই বিশ্বকাপের স্বপ্নের ফাইনালে নাম লেখাবে বাংলাদেশ।

বৃহস্পতিবার দক্ষিণ আফ্রিকার পচেফস্ট্রমে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ওভার শেষে ৮ উইকেট হারিয়ে ২১১ রান তুলে কিউই যুবারা। ইতিহাস গড়তে সমান ওভারে ৪.২৪ গড়ে ২১২ রান করতে হবে টাইগার যুবাদের।

ব্যাট করতে নেমে ৫ রানেই নিউজিল্যান্ড ওপেনার রাইস মারিউকে বিদায় করেন বাংলাদেশের শামিম হোসেন। এরপর যুবাদের বোলিং তোপে একের পর এক উইকেট খুইয়ে চাপে পড়ে যায় কিউই যুবারা। একসময় ৭৪ রানে ৪ উইকেট হারিয়ে বসে দলটি। এর মধ্যে ওপেনার ওলি হোয়াইট ৪৩ বলে করেন ১৮ রান আর ফার্গাস লেলমান ৫০ বলে করেন ২৪ রান।
রান চাপে পড়া কিউইদের ১৪২ রানে ষষ্ঠ উইকেটের পতন হয়। এরপর ৪২ রান যোগ হতেই যায় আরও ২ উইকেট। এর মাঝে কিউইদের হয়ে ৪৪ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন নিকোলাস লিডস্টোন। তবে এজন্য ৭৪ বল খেলতে হয়েছে তাকে।

শেষদিকে কিছুটা ঝড় তুলে কিউইদের রান ২০০ পার করতে বড় ভূমিকা রাখেন মিডল অর্ডার ব্যাটসম্যান হুইলার-গ্রিনাল।শেষ পর্যন্ত অপরাজিত থাকা এই ব্যাটসম্যানের ব্যাট থেকে আসে ৮৩ বলে ৭৫ রানের ইনিংস।

বাংলাদেশের পক্ষে ৩ উইকেট নিয়েছেন শরিফুল ইসলাম। ২টি করে উইকেট নেন শামিম হোসেন ও হাসান মুরাদ। একটি উইকেট নেন রাকিবুল হাসান।

এ নিয়ে দ্বিতীয়বার সেমিতে খেলছে বাংলাদেশ। এর আগে ঘরের মাঠে ২০১৬ সালে মেহেদী হাসান মিরাজের নেতৃত্বে প্রথমবার অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের শেষ চারে খেলে যুবারা।