২৫ মার্চ ভায়াল কালরাত স্মরণে যশোর সাংবাদিক ইউনিয়নের মোমবাতি প্রজ্বালন

0
250

নিজস্ব প্রতিবেদক : যশোর সাংবাদিক ইউনিয়নের (জেইউজে) উদ্যোগে একাত্তরের ২৫ মার্চ ভায়াল কালরাত স্মরণে মোমবাতি প্রজ্বালন করা হয়েছে। এ বিভিষিকাময় রাতকে স্মরণ করতে ২৫ মার্চ ২০২১ রাষ্ট্রীয়ভাবে সারাদেশের সাথে একযোগে জেইউজে কার্যালয়ে ‘প্রতীকী ব্লাক আউট’ এ অংশনিয়ে এ মোমবাতি প্রজ্বালন করা হয়।

উল্লেখ্য, মহান মুক্তিযুদ্ধের প্রারম্ভে ৫০ বছর আগে ১৯৭১ সালে ২৫ মার্চের মধ্যরাতে পাকিস্তানী সশস্র বাহিনীর বর্বর উন্মাদনায় বাঙালি জাতির জীবনে নেমে এসেছিল মানব ইতিহাসের এক বিরল বিভিষিকাময় ভয়াল মুহূর্ত।

গণহত্যার নীলনকশা ‘অপারেশন সার্চ লাইট’ নামে এদিন রাতে পাকিস্তানী বর্বর সেনাবাহিনী নির্বিচারে হত্যা করে নিরস্ত্র ঘুমন্ত বাঙালিকে। তাদের হাত থেকে রক্ষা পায়নি বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া শিক্ষার্থী থেকে শুরু করে পথের শিশুরাও।

অতর্কিতে হামলা করে তারা নিহত করেছিল তৎকলীন পূর্ব পাকিস্তানের অগণিত নিরীহ বাঙালিকে।
রচিত হয়েছিল এক কালো অধ্যায়। তাই অন্য সব রাত থেকে বাঙালি জাতির ইতিহাসে এ এক বিভিষিকাময় স্মরণীয় রাত।

এ বিভিষিকাময় কালরাত স্মরণে জেইউজে কার্যালয়ে প্রতীকী ব্লাক আউট পালনের পর মোমবাতি প্রজ্বালনকালে উপস্থিত ছিলেন জেইউজে সভাপতি ফারাজী আহমেদ সাঈদ বুলবুল, সাধারণ সম্পাদক এইচ আর তুহিন, যুগ্ম সম্পাদক তবিবর রহমান, কোষধ্যক্ষ স্বপ্না দেবনাথ ও নির্বাহী সদস্য ডিএইচ দিলশান।
এসময় সংহতি প্রকাশ করেন প্রেসক্লাব যশোরের যুগ্ম সম্পাদক সরোয়ার হোসেন।