২৮ ফেব্রুয়ারি থেকে যশোরে ‘এসএমই’ মেলা শুরু

0
451

নিজস্ব প্রতিবেদক, যশোর
আগামীকাল বৃহস্পতিবার থেকে যশোরে সাতদিন ব্যাপি আঞ্চলিক ‘এসএমই পণ্য’ পণ্য মেলা শুরু হচ্ছে। এতে জেলার বিভিন্ন অঞ্চল থেকে প্রায় ৫০ এসএমই প্রতিষ্ঠান অংশ নেবে। এসব প্রতিষ্ঠানগুলো তাদের নিজেদের উৎপাদিত চামড়াজাত সামগ্রী, পাটজাত পণ্য, হ্যান্ডিক্রাফটস, কৃষি প্রক্রিয়াজাত পণ্য, পেশাক ডিজাইন ও ফ্যাশনওয়্যারসহ বিভিন্ন দেশী পণ্য প্রদর্শন করবে।
আজ বৃহস্পতিবার জেলা প্রশাসনের কার্যালয়ে কালেক্টরেট সভাকক্ষে সংবাদ সম্মেলনে অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি দেবপ্রসাদ পাল লিখিত বক্তব্যে এসব তথ্য জানান।
তিনি বলেন, সারাদেশে আটটি বিভাগে ২৩টি জেলা এসএমই মেলা পণ্য হচ্ছে। যশোর টাউনহল মাঠে এ মেলা হবে। প্রতিদিন সকাল ১০ টা থেকে রাত ৮টা পর্যন্ত মেলা চলবে। স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য প্রধান অতিথি হিসেবে আগামীকাল বিকাল সাড়ে তিনটায় মেলার উদ্বোধন করবেন ও সমাপনী দিনে পুরস্কার বিতরণ করবেন। উভয় অনুষ্ঠানে জেলা প্রশাসক আব্দুল আওয়াল সভাপতিত্বে করবেন। এসএমই ফাউন্ডেশনের আয়োজনে মেলায় সার্বিক সহযোগিতা করছে যশোর জেলা প্রশাসন, যশোর বিসিক, যশোর চেম্বার অব কমার্স ও নাসিব।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here